Tv9 বাংলা ডিজিটাল: বিগত কয়েক মাস ধরে যা সব জল্পনা ছিল তা মিটেছে। পরিচালক-প্রযোজকের বনিবনা তাও আর নেই। তা-ই ‘ফেলুদা’কে ফিরতেই হল। তবে ঘটা করে পাঁচতারা হোটেলে ট্রেলার লঞ্চ সেরেও ইউটিউবে ফেলুদা ফিরতেই, শুরু হল আরেক সমস্যা।
কী হল?
আসলে সৃজিত মুখোপাধ্যায় কিছু করলেন কি না করলেন, সোশ্যাল মিডিয়া জুড়ে হইহই-রইরই পড়ে যায়। ট্রেলারে দেখানো ক্রেডিট টাইটেল কার্ড হল এবারের সমস্যার সূত্রপাত।
কেন তাতে লেখা থাকবে ‘রিটন বাই Srijit Mukherji’? কাহিনি তো সত্যজিৎ রায়ের!
আরও পড়ুন পার্শ্ব চরিত্রে আর অভিনয় করব না: মহম্মদ জীশান আয়ুব
ব্যস সোশ্যাল মিডিয়া দু’দলে ভাগাভাগি হল। কীপ্যাড টাইপে চলল দ্বন্দ। অন্যদলের যুক্তি, বইয়ের কোনও গল্প পর্দায় ফুটিয়ে তুলতে গল্পকে বদলে ফেলতে হয় স্ক্রিপ্টে। এবং এ সিরিজের ক্ষেত্রে সে কাজ করেছেন সৃজিত নিজে। তাহলে সমস্যা কোথায়।
সৃজিতও সোশ্যাল মিডিয়ায় নিজের যুক্তিতে অনড় ছিলেন। বেশ কয়েকটি ফিল্মের ক্রেডিট কার্ডের স্ক্রিনশট পোস্ট করে লেখেন, ‘আমি দেখে অবাক হচ্ছি যে বেশিরভাগ মানুষ জানেন না যে, ফিল্মে স্ক্রিন-প্লে এবং সংলাপ-দুটো মিলে ‘রিটেন’ লেখা যায়। ট্রেলারের শুরুতেই আমরা লেখা রয়েছে আছে সত্যজিৎ রায়ের কাহিনি অবলম্বনে। এই সহজ কথাটা কাউকে বোঝাতে পারছি না।’ সৃজিত এও লেখেন যে ‘ক্রেডিট টাইটেল বদলে আবার ট্রেলারটি আপলোড করব, কারণ আমরা কেউই ঝামেলা চাইছি না।’
সত্যজিৎ রায়ের লেখা ‘ছিন্নমস্তার অভিশাপ’ এবং ‘যত কাণ্ড কাঠমাণ্ডতে’—এই দুই গল্পকে মোট ১২ এপিসোডে সাজিয়েছেন পরিচালক। কলকাতার এক পাঁচ তারা হোটেলে মুক্তি পেল ‘ছিন্নমস্তার অভিশাপ’-এর ট্রেলার।
২৫ ডিসেম্বর, বড়দিনে Addatimes ওটিটি প্ল্যাটফর্মে শুরু হবে ‘ফেলুদা ফেরত’ স্ট্রিমিং। ‘ফেলুদা’ টোটা রায়চৌধুরী, ‘জটায়ু’ অনির্বাণ চক্রবর্তী, ‘তোপসে’ কল্পন মিত্র। এ ছাড়াও ‘ছিন্নমস্তার অভিশাপ’-এ এ ছাড়াও অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, ঋষি কৌশিক, সমদর্শী দত্ত এবং পৌলোমী দাস।
সব মিলিয়ে ফেলুদা জমজমাট! তবে আক্ষেপ একটাই এই প্রথম ‘ফেলুদা’ বড় পর্দায় নয়, ওটিটিতে রিলিজ করতে চলেছে। তাই ওটিটির মাধ্যমে ‘ফেলুদা’র মগজাস্ত্র দর্শকের কাছে পৌঁছতে পারবে তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে।
Tv9 বাংলা ডিজিটাল: বিগত কয়েক মাস ধরে যা সব জল্পনা ছিল তা মিটেছে। পরিচালক-প্রযোজকের বনিবনা তাও আর নেই। তা-ই ‘ফেলুদা’কে ফিরতেই হল। তবে ঘটা করে পাঁচতারা হোটেলে ট্রেলার লঞ্চ সেরেও ইউটিউবে ফেলুদা ফিরতেই, শুরু হল আরেক সমস্যা।
কী হল?
আসলে সৃজিত মুখোপাধ্যায় কিছু করলেন কি না করলেন, সোশ্যাল মিডিয়া জুড়ে হইহই-রইরই পড়ে যায়। ট্রেলারে দেখানো ক্রেডিট টাইটেল কার্ড হল এবারের সমস্যার সূত্রপাত।
কেন তাতে লেখা থাকবে ‘রিটন বাই Srijit Mukherji’? কাহিনি তো সত্যজিৎ রায়ের!
আরও পড়ুন পার্শ্ব চরিত্রে আর অভিনয় করব না: মহম্মদ জীশান আয়ুব
ব্যস সোশ্যাল মিডিয়া দু’দলে ভাগাভাগি হল। কীপ্যাড টাইপে চলল দ্বন্দ। অন্যদলের যুক্তি, বইয়ের কোনও গল্প পর্দায় ফুটিয়ে তুলতে গল্পকে বদলে ফেলতে হয় স্ক্রিপ্টে। এবং এ সিরিজের ক্ষেত্রে সে কাজ করেছেন সৃজিত নিজে। তাহলে সমস্যা কোথায়।
সৃজিতও সোশ্যাল মিডিয়ায় নিজের যুক্তিতে অনড় ছিলেন। বেশ কয়েকটি ফিল্মের ক্রেডিট কার্ডের স্ক্রিনশট পোস্ট করে লেখেন, ‘আমি দেখে অবাক হচ্ছি যে বেশিরভাগ মানুষ জানেন না যে, ফিল্মে স্ক্রিন-প্লে এবং সংলাপ-দুটো মিলে ‘রিটেন’ লেখা যায়। ট্রেলারের শুরুতেই আমরা লেখা রয়েছে আছে সত্যজিৎ রায়ের কাহিনি অবলম্বনে। এই সহজ কথাটা কাউকে বোঝাতে পারছি না।’ সৃজিত এও লেখেন যে ‘ক্রেডিট টাইটেল বদলে আবার ট্রেলারটি আপলোড করব, কারণ আমরা কেউই ঝামেলা চাইছি না।’
সত্যজিৎ রায়ের লেখা ‘ছিন্নমস্তার অভিশাপ’ এবং ‘যত কাণ্ড কাঠমাণ্ডতে’—এই দুই গল্পকে মোট ১২ এপিসোডে সাজিয়েছেন পরিচালক। কলকাতার এক পাঁচ তারা হোটেলে মুক্তি পেল ‘ছিন্নমস্তার অভিশাপ’-এর ট্রেলার।
২৫ ডিসেম্বর, বড়দিনে Addatimes ওটিটি প্ল্যাটফর্মে শুরু হবে ‘ফেলুদা ফেরত’ স্ট্রিমিং। ‘ফেলুদা’ টোটা রায়চৌধুরী, ‘জটায়ু’ অনির্বাণ চক্রবর্তী, ‘তোপসে’ কল্পন মিত্র। এ ছাড়াও ‘ছিন্নমস্তার অভিশাপ’-এ এ ছাড়াও অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, ঋষি কৌশিক, সমদর্শী দত্ত এবং পৌলোমী দাস।
সব মিলিয়ে ফেলুদা জমজমাট! তবে আক্ষেপ একটাই এই প্রথম ‘ফেলুদা’ বড় পর্দায় নয়, ওটিটিতে রিলিজ করতে চলেছে। তাই ওটিটির মাধ্যমে ‘ফেলুদা’র মগজাস্ত্র দর্শকের কাছে পৌঁছতে পারবে তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে।