প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী লীনা আচার্য

স্বরলিপি ভট্টাচার্য |

Dec 16, 2020 | 9:11 AM

TV9 বাংলা ডিজিটাল: প্রয়াত হলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী লীনা আচার্য (Leena Acharya)। শনিবার দিল্লিতে কিডনি ফেলিওর হওয়ার কারণে মৃত্যু হয় তাঁর। তাঁর সহঅভিনেতা ওরশিপ খন্না সাংবাদিকদের বলেন, “গত দেড় বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন লীনা। কিছুদিন আগে ওঁর মা কিডনি দান করেন। তাও ওঁকে বাঁচানো গেল না।” ‘শেঠ জি’, ‘আপ কে আ জানে সে’, […]

প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী লীনা আচার্য
লীনা আচার্য।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: প্রয়াত হলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী লীনা আচার্য (Leena Acharya)। শনিবার দিল্লিতে কিডনি ফেলিওর হওয়ার কারণে মৃত্যু হয় তাঁর। তাঁর সহঅভিনেতা ওরশিপ খন্না সাংবাদিকদের বলেন, “গত দেড় বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন লীনা। কিছুদিন আগে ওঁর মা কিডনি দান করেন। তাও ওঁকে বাঁচানো গেল না।”

‘শেঠ জি’, ‘আপ কে আ জানে সে’, ‘মেরি হানিকারক বিবি’, ‘ক্লাস অব ২০২০’ (Class of 2020)-এর মতো শো-এ কাজ করেছিলেন লীনা। রানি মুখোপাধ্যায় অভিনীত ‘হিচকি’ছবিতেও একটি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। কাজ করেছিলেন বেশ কিছু ওয়েব সিরিজেও।

আরও পড়ুন, আগামী ফেব্রুয়ারিতে বিয়ে করছেন নীল-তৃণা

লীনার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এমন ভুয়ো খবর প্রাথমিক ভাবে ছড়িয়ে পড়েছিল। পরে তাঁর পরিবারের পক্ষ থেকে মৃত্যুর আসল কারণ জানানো হয়। ক্লাস অফ ২০২০-এ লীনার সহ অভিনেতা ইনস্টাগ্রানে লেখেন, “রেস্ট ইন পিস লীনা ম্যাম। গত বছর এই সময় আমরা ক্লাস অফ ২০২০-র শুটিং করছিলাম। আপনাকে মিস করব।”

আরও পড়ুন, ডিসেম্বরে বিয়ে, মার্চে রিসেপশন গৌরব-দেবলীনার

লীনার সঙ্গে ২০১৮-১০২৯ পর্যন্ত ‘পারফেক্ট পতি’ শো-এ কাজ করেছিলেন আয়ুষ আনন্দ। তিনি সংবাদসংস্থা পিটিআইকে বলেন, “শুক্রবার ওঁর ভাইয়ের কাছ থেকে জানতে পারি, গত কয়েক বছর ধরে কিডনির সমস্যায় ভুগছে। ওঁর মায়ের দান করা একটা কিডনি নিয়েই বেঁচেছিল। কিন্তু শেষরক্ষা হল না।” িনি আরও জানান, শুটিং সেটে কখনও নিজের অসুস্থতার কথা বলতেন না লীনা। বরং সব সময় হাসিখুশি থাকতেন। পজিটিভ এনার্জির মানুষ ছিলেন। এমন সহকর্মীর মৃত্যুতে ভেঙে পড়েছেন অনেকেই। ইন্ডাস্ট্রির কিছু সদস্য মনে করেন, লীনাকে একজন ভাল পারফরমার হিসেবেই মনে রাখবেন দর্শক।

আরও পড়ুন, ছেলেকে নিয়ে কোথায় পার্টি করলেন রচনা?

Next Article