AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: মঞ্চে শুভশ্রীকে পাশে দেখেই অতীতের কোন কথা টেনে আনলেন মিমি?

Mimi-Subhashree: সময়ের সঙ্গে সঙ্গে অভিমানের বহু বরফকেই গলতে দেখা গিয়েছে। তাই দর্শকেরাও অনেকদিন ধরে মুখিয়ে ছিলেন শুভশ্রী-মিমিকে একফ্রেমে দেখার জন্যে। যদিও ২০২৪-এর শেষ থেকেই তাঁদের মধ্যে সহজ হওয়া সম্পর্কের ছবি সামনে উঠে আসতে দেখা যায়। 

Viral Video: মঞ্চে শুভশ্রীকে পাশে দেখেই অতীতের কোন কথা টেনে আনলেন মিমি?
| Updated on: Mar 18, 2025 | 2:21 PM
Share

টলিপাড়ায় একটা সময় ছিল যখন রাজ চক্রবর্তী, মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ত্রিকোন প্রেম সমাজ মাধ্যমের সব থেকে চর্চিত বিষয়। যা নিয়ে কম জলঘোলা হয়নি। যদিও এখন সেসব কাহিনি অতীত। রাজ-শুভশ্রী একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নেন। অন্যদিকে মিমি চক্রবর্তীও অনেকটা নিজেকে গুছিয়ে নিয়ে সিনেপাড়ায় পসার জমিয়ে ফেলেন। আরেকদিকে রাজ-শুভশ্রী সংসার, সন্তান, কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। মিমি কিংবা শুভশ্রী, একের পর এক ভাল কাজের জন্যে সম্মানিত হচ্ছেন তাঁরা বারবার। তবে সময়ের সঙ্গে সঙ্গে অভিমানের বহু বরফকেই গলতে দেখা গিয়েছে। তাই দর্শকেরাও অনেকদিন ধরে মুখিয়ে ছিলেন শুভশ্রী-মিমিকে একফ্রেমে দেখার জন্যে। যদিও ২০২৪-এর শেষ থেকেই তাঁদের মধ্যে সহজ হওয়া সম্পর্কের ছবি সামনে উঠে আসতে দেখা যায়।

কখনও একে অন্যের পোস্টে লাইক কমেন্ট, কখনও আবার একসঙ্গে ছবি তোলা, এবার শহরের একটি অ্যাওয়ার্ড ফাংশনে মিমি চক্রবর্তীর হাতে স্টাইল আইকনের পুরস্কার তুলে দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। চমক এখানেই শেষ নয়। এই অনুষ্ঠানেই পুরস্কার হাতে মিমি আবার প্রশংসায় ভরিয়ে দিলেন শুভশ্রীকে। বললেন, স্টাইলের দিক থেকে শুভশ্রীর অনুরাগী তিনি, কারণ বাংলা সিনেমার অভিনেত্রীদের মধ্যে শুভশ্রী প্রথম জিরো ফিগার সুন্দরী। তাঁর জন্যে শুভশ্রীকে অনেক সাধনা করতেও দেখেছেন তিনি। সামনে খাবার সাজানো থাকলেও তিনি জানিয়েছিলেন খাবেন না, সেটা আজও তাঁর মনে আছে। এই কথা শুনে আপ্লুত শুভশ্রী, পাশে দাঁড়িয়ে করলেন গর্ববোধ। আবার মিমি ও শুভশ্রী একে অপরকে জড়িয়ে ধরে সকলের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেন, সময় পাল্টেছে।

View this post on Instagram

A post shared by Filmfare (@filmfare)

প্রসঙ্গত, সমাজ মাধ্যমে নানা রটনা বা গসিপ ঘুরলেও দুই নায়িকা কখনও একে অপরকে নিয়ে প্রকাশ্যে আলোচনা করেননি। সে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক হোক বা কেরিয়ার, তবে বাংলা সিনেমার দুই স্টাইল আইনকে একসঙ্গে দেখে এখন আশায় বুক বাঁধছেন অনুরাগীরা। তাঁদের এক ছবিতে এখন দেখার অপেক্ষায় সকলে।