শুভশ্রী শিক্ষিকা আর বাধ্য ছাত্রী হলেন শ্রীময়ী! কাঞ্চন-পত্নীকে কী পরামর্শ নায়িকার?
Kanchan-Sreemoyee: সন্তান জন্মের পর থেকে তাঁকে সে ভাবে ছোট পর্দায় দেখা না গেলেও ইন্ডাস্ট্রির প্রায় সব অনুষ্ঠানে দেখা যাচ্ছে। অনেক দিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই স্বামী-স্ত্রী জুটি। তাঁরা হলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। চলতি বছরের মার্চে বিয়ে করেছেন তাঁরা। ফেব্রুয়ারি মাসেই সারেন আইনি বিয়ে। আর নভেম্বরে তাঁদের কোল আলো করে এসেছে কৃষভি।
সন্তান জন্মের পর থেকে তাঁকে সে ভাবে ছোট পর্দায় দেখা না গেলেও ইন্ডাস্ট্রির প্রায় সব অনুষ্ঠানে দেখা যাচ্ছে। অনেক দিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই স্বামী-স্ত্রী জুটি। তাঁরা হলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। চলতি বছরের মার্চে বিয়ে করেছেন তাঁরা। ফেব্রুয়ারি মাসেই সারেন আইনি বিয়ে। আর নভেম্বরে তাঁদের কোল আলো করে এসেছে কৃষভি। দেড় মাসের মেয়েকে বাড়িতে রেখে বেশি ক্ষণ বাইরে থাকা কঠিন।
তবে চেষ্টা করছেন নিমন্ত্রণ রক্ষা করতে। তাই তো রাজ চক্রবর্তী পরিচালিত ‘সন্তান’ ছবির বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন যুগলে। বন্ধু রাজ এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন কাঞ্চন এবং শ্রীময়ী। অভিনেতা তথা বিধায়কের পরনে ছিল জিন্স, টি-শার্ট এবং জ্যাকেট। আর শ্রীময়ী এসেছিলেন পুরো ‘ব্ল্যাক বিউটি’র সাজে। কালো অফ শোল্ডার ড্রেস সেই সঙ্গে মানানসই সাজে দেখা গেল কাঞ্চন পত্নীকে। প্রিমিয়ারে ভিড়ের মাঝে শ্রীময়ীকে বিশেষ টিপস দিতে ভুললেন না শুভশ্রী।
View this post on Instagram
দুই সন্তানের মা নায়িকা। ছেলে ইউভান এবং মেয়ে ইয়ালিনিকে নিয়ে প্রায় সারাদিন হিমশিম খেতে হয় তাঁকে। নভেম্বরেই একবছরে পা দিয়েছে মেয়ে। সুতরাং নায়িকার অভিজ্ঞতা একেবারে টাটকা। তাই তো চেষ্টা করলেন নিজের মতো করে বোঝানোর। এ সময় ঠিক কী করা উচিত? কী করা উচিত নয়। সন্তান জন্মের পর সবাই সাধারণত সদ্যোজাতকে নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু এই সময় নতুন মায়েরও বিশেষ যত্নের প্রয়োজন। সে কথাই বললেন শুভশ্রী। নায়িকা বললেন, “এই সময় বাচ্চাকে নিয়ে সবাই ব্যস্ত থাকেন। কিন্তু তুমি তোমার শরীরের যত্ন নেবে। সেটা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ।” শুভশ্রীর সব কথা বাধ্য ছাত্রীর মতো শুনলেন শ্রীময়ী। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে চারিদিকে। এই মুহূর্তে শ্রীময়ীকে সে ভাবে কোনও সিরিয়ালে দেখা যাচ্ছে না।