বাবার ছবির রিমেকে আরিয়ান? শাহরুখের কোন ছবি এবার চর্চায়

Feb 26, 2024 | 6:33 PM

Aryan Khan: তাঁকে ডেবিউ করাতে চেয়েছিলেন করণ। তাঁর কথাও রাখেননি আরিয়ান। ফিরিয়েছিলেন খালি হাতে। উদ্দেশ্য একটাই। আরিয়ান খান চেয়েছিলেন পর্দার পিছনে কাজ করতে। চেয়েছিলেন পরিচালক হতে।

বাবার ছবির রিমেকে আরিয়ান? শাহরুখের কোন ছবি এবার চর্চায়

Follow Us

আরিয়ান খান। স্মার্ট, দেখতে বেশ, অনেকেই তাঁর মুখের আদলে শাহরুখ খানের ছাপ না। স্টাইল থেকে শুরু করে হাসি, অনেকেই সে বাবারই মতো। আর তাই তাঁকে বলিউডে ডেবিউ করার লোভ সামলাতে পারেননি অনেকেই। একটা সময় দীর্ঘ দিন শাহরুখের কাছের বন্ধু করণ জোহর বারবার মন্নত-এ গিয়েছিলেন কেবল আরিয়ান খানকে বোঝাতে, তিনি যেন অভিনয় জগতে পা রাখেন। তিনি যেন বাবার মতোই অভিনেতা হয়ে যান। তাঁকে ডেবিউ করাতে চেয়েছিলেন করণ। তাঁর কথাও রাখেননি আরিয়ান। ফিরিয়েছিলেন খালি হাতে। উদ্দেশ্য একটাই। আরিয়ান খান চেয়েছিলেন পর্দার পিছনে কাজ করতে। চেয়েছিলেন পরিচালক হতে।

ইতিমধ্যে তাঁর প্রথম সিরিজের কাজ শেষ। পরবর্তী চিত্রনাট্যে নিয়ে চলছে তাঁর কাজ। তবে এবার কেন অভিনয় প্রসঙ্গ চর্চায় উঠে এল তাঁর নাম? কারণ সুচিত্রা কৃষ্ণামূর্তী। কাভি হা কাভি না ছবিতে যিনি শাহরুখ খানের সঙ্গে কাজ করেছিলেন। এবার সেই ছবির ৩০ বছর পূর্তী উপলক্ষ্যে মনের কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। তাঁর কথায়, আমি চাই এই ছবির সিক্যুয়েলে কাজ করুক আরিয়ান খান। শাহরুখের ছেলের সম্পূর্ণ ক্ষমতা রয়েছে এই চরিত্রে অভিনয় করার। অতীতে এই ছবির জন্য তিনি বরুণ ধাওয়ান ও আলিয়া ভাটকে এগিয়ে রেখেছিলেন। এবার পছন্দের তালিকায় রইল আরিয়ান খানের নাম।

প্রসঙ্গত, আরিয়ান খানের এই ওয়েব সিরিজের কাজ এখন প্রায় শেষের পথে। কিন্তু এখনও তা বিক্রি হয়নি বলেই সূত্রের খবর। ১২০ কোটির প্রস্তাবও ছিল তাঁর ঝুলিতে, তবুও তিনি তাঁর নিজের সিদ্ধান্ত থেকে বিন্দুমাত্র সরেননি। এই সিরিজে ক্যামিও করার কথা ছিল শাহরুখ খানের। ছেলের পরিচালনাতে প্রথম কিং খান। তবে শোনা যাচ্ছে বাবাকে সিরিজে নিতে রাজি নন আরিয়ান খান। সকলেই শাহরুখ খানের ছেলের কাজ দেখতে মরিয়া। এমনই সময় এই খবর প্রকাশ্যে আসতেই জল্পনা তুঙ্গে। আরিয়ানের মত, শাহরুখ খানের ভক্তদের টানতে নয়, তাঁর সিরিজ হিট হোক তাঁর ক্ষমতার জেরে। তিনি নিজের দমে বলিউডে জায়গা করতে চান বলেই বাবাকে নেওয়ার সিদ্ধান্ত নাকোচ করেন আরিয়ান খান।

Next Article