২৬ ফেব্রুয়ারি– ইমন চক্রবর্তীর জীবনে এক অভিশপ্ত দিন। এই দিনই তিনি হারিয়েছিলেন তাঁর কাছের মানুষকে, তাঁর মা’কে, ঠিক দশ বছর আগে। এত বছর কেটে গেলেও কিছুতেই ফিকে হয়নি শোক। ২৪-এর ২৬ ফেব্রুয়ারিতেও যন্ত্রণায় দগ্ধ ইমন। মনে পড়ে যাচ্ছে সেই পুরনো দিনের কথা। ইমন লিখছেন, “মা, দশ বছর তোমায় দেখি না। কিন্তু এক মুহূর্তের জন্য মনে হয় না তুমি আমার কাছে নেই। মনে হয় , অনেক বেশি করে আছো. সবসময় আছ। তবে ওই আর কী… ছুঁতে পেলে আমি আরও ভালও থাকতাম. এই যা! খালি মনে হয় সবার বয়স বেড়ে যাচ্ছে আর তুমি সেই ৪৮- ই থেকে গেলে. ফিরে আসতে বলার উপায় নেই। তবে স্বপ্নে এসো। স্বপ্নে তোমায় ছোঁয়া যায়, গল্প করা যায়. কাঁদা যায়।”
থামেননি ইমন। মনের সব আবেগ উজাড় করে দিয়েছেন ওই একটি পোস্টের মধ্যে দিয়েই। ইমন যোগ করেছেন, ” কিছু কথা রেখেছি . যেগুলো রাখতে পারিনি, সেগুলো রাখবই। তোমায় ভালবাসি মা, অনেক ভালবাসি।” ইমনের ওই পোস্ট দেখে আবেগ ধরে রাখতে পারেননি তাঁর ভক্তরাও। একজন লিখেছেন, “মায়েরা যতদূরেই যাকনা কেন, আমাদের কাছেই থাকেন। তাঁদের হাত মাথার উপর রাখেন। ছায়ার মতো আগলে রাখেন। তোমার গানেই উনি বেঁচে থাকবেন।”
প্রতি বছর মায়ের মৃত্যুদিনে অনুভূতি উজাড় করে দেন ইমন, এবারেও তাঁর অন্যথা হয়নি। খুব ছোট বয়সেই মা’কে হারিয়েছেন ইমন। মায়ের অপূর্ণতা কিছুটা পূরণ করেছেন তাঁর বাবা। আগলে রেখেছেন মেয়েকে। মেয়েও যোগ্য সম্মান দিয়েছেন বাবা-মায়ের ভালবাসার। শুধু রাজ্য নয়, গোটা দেশেই তিনি সমান জনপ্রিয়।