WITT: ‘রাজনীতিতে প্রবেশের এটাই সঠিক সময়’, সব জল্পনার অবসান ঘটালেন কঙ্গনা

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 26, 2024 | 5:55 PM

Kangana Ranaut: দেশের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক TV9 আয়োজন করেছে হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে কনক্লেভের। এই সম্মেলনের দ্বিতীয় দিনে, "ক্রিয়েটিভিটি: মাই ওয়েস্টার" শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পুরস্কার প্রাপ্ত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি বলেন, "সত্যজিৎ রায় বলেছিলেন সত্যিকারের গ্লোবাল হওয়ার জন্য আসলে অন্তর থেকে লোকাল হতে হবে।"

WITT: রাজনীতিতে প্রবেশের এটাই সঠিক সময়, সব জল্পনার অবসান ঘটালেন কঙ্গনা
হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে কনক্লেভে কঙ্গনা রানাউত।
Image Credit source: TV9 Network

Follow Us

নয়া দিল্লি: নিজের বক্তব্য বা মতামত প্রকাশ করতে কখনওই ভয় পান না কঙ্গনা। তাঁকে ঘিরে বিস্তর বিতর্কও রয়েছে সেই কারণে। দীর্ঘদিন ধরেই জল্পনা, রাজনীতিতে পা রাখতে পারেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। আসন্ন লোকসভা নির্বাচনেই প্রার্থী হতে পারেন তিনি। আজ, নিউজ৯-র গ্লোবাল সামিটে বক্তব্য রাখতে গিয়ে রাজনীতিতে প্রবেশের জল্পনা নিয়েই সোজাসুজি জবাব দিলেন কঙ্গনা রানাউত। বললেন, “রাজনীতিতে প্রবেশের এটাই সঠিক সময়।”

দেশের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক TV9 আয়োজন করেছে হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে কনক্লেভের। এই সম্মেলনের দ্বিতীয় দিনে, “ক্রিয়েটিভিটি: মাই ওয়েস্টার” শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পুরস্কার প্রাপ্ত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সত্যজিৎ রায়ের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, “সত্যজিৎ রায় বলেছিলেন সত্যিকারের গ্লোবাল হওয়ার জন্য আসলে অন্তর থেকে লোকাল হতে হবে। কারোর অনুকরণ নয়, আমাদের আরও নিজস্ব চলচ্চিত্র তৈরি করতে হবে।”

অনুষ্ঠানের শেষ অংশেই কঙ্গনাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি রাজনীতিতে পা দিতে চলেছেন কি না? এর জবাবে বলিউডের “কুইন” হেসে প্রথমে বলেন, “এই ঘোষণা করার মঞ্চ এটা নয়”। এরপর তিনি বলেন, “যে কেউ দেশের উন্নয়নের জন্য রাজনীতিতে অংশ নিতে পারেন। আমি সিনেমার সেট থেকেও রাজনৈতিক দলের সঙ্গে লড়েছি। ব্যক্তিগতভাবে আমি দেশের জন্য কিছু করতে চাই। এর জন্য আমার কোনও টিকিটের প্রয়োজন নেই। আমার মতে, যদি আমি রাজনীতিতে প্রবেশ করতে চাই, তবে এটাই সঠিক সময়।”

Next Article