AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘উনি ঠিক না ভুল বিচার করার তোমরা কে?’ মমতা শঙ্করকে ট্রোলের বিরুদ্ধে সরব সুদীপা

যদিও মমতা শঙ্করের মন্তব্যকে সাপোর্ট করতে নারাজ সুদীপা, তবে, তাঁকে এই ভাষায় আক্রমণ করাটা মোটেও মেনে নিতে পারলেন না অভিনেত্রী। তাই সোশ্যাল মিডিয়ায় নতুন প্রজন্মদের উদ্দেশে এক খোলা চিঠি লিখলেন নায়িকা। 

'উনি ঠিক না ভুল বিচার করার তোমরা কে?' মমতা শঙ্করকে ট্রোলের বিরুদ্ধে সরব সুদীপা
| Edited By: | Updated on: Jul 21, 2025 | 6:19 PM
Share

সম্প্রতি বিতর্কে জড়িয়েছে মমতা শঙ্কর। সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে, তাঁর করা এক মন্তব্যকে কেন্দ্র করে নানাজনের নানা মত। স্যানিটারি ন্যাপকিন নিয়ে চলা এই ঠিক ভুলের বিচারের মাঝে মমতা শঙ্করকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, তা দেখে এবার মুখ খুললেন সুদীপা চট্টোপাধ্যায়। স্যানিটারি ন্যাপকিন কেনা থেকে বিজ্ঞাপন, বিষয়টা ঘিরে তাঁর অস্বস্তির কথা তিনি সামনে আনার পরই শুরু হয় বিতর্ক। যদিও মমতা শঙ্করের মন্তব্যকে সাপোর্ট করতে নারাজ সুদীপা, তবে, তাঁকে এই ভাষায় আক্রমণ করাটা মোটেও মেনে নিতে পারলেন না অভিনেত্রী। তাই সোশ্যাল মিডিয়ায় নতুন প্রজন্মদের উদ্দেশে এক খোলা চিঠি লিখলেন নায়িকা।

সুদীপা সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “সম্প্রতি মমতা শঙ্করকে নিয়ে এই GenZ-দের পর পর প্রতিক্রিয়া আর আক্রমণ দেখে,মনটা বেশ খারাপ হয়ে গেল। কীরকম ধারালো সব লেখা… অনেকদিন “নাহ!… কিছু বলব না…” ভেবেও, আজ আর পারলাম না। আমার এ বিষয়ে দু-একটা কথা আছে। সেলিব্রিটিদের আক্রমণ এখনকার একটা ট্রেন্ড হয়ে দাড়িয়েছে। কিন্তু কেন? কেন পান থেকে চুন খসলেই তাঁদের কাঠগড়ায় দাঁড় করিয়ে, খাপ পঞ্চায়েত বসিয়ে দেবেন আপনারা? কোথায় কে ঠিক করে দিয়েছে সেলিব্রিটিদের সবসময় সঠিক হতে হবে? তাঁরা কি সমাজ সংস্কারক? রাজনীতিবিদরা রোজ কত শত বাজে কথা বলে যাচ্ছেন- কই? তাঁদের নিয়ে তো এত লেখা আর একরম হচ্ছে না?”

এরপর তিনি নতুন প্রজন্মসহ সকলের উদ্দেশে বার্তা দেন, “আমাকে শুধু তোমরা একটা উত্তর দেবে- সেলিব্রিটিদের কাছে এত প্রত্যাশা কেন? তাঁদের কেন সব সময় ভাল ভাল কথাই বলতে হবে? কী হয়েছে- তিনি নিজের মত প্রকাশ করেছেন তো? তাঁকে এত খারাপ খারাপ কথা বলার আগে- তাঁর বয়সটা একবার ভাববে না? বড়দের সঙ্গে এভাবে কথা বলা যায়,না বলা উচিত? তিনি একজন বড় শিল্পী । আমাদের দেশের মাথা উঁচু করেছেন একবার নয়,বহুবার। তোমরা সবাই কে কী করছ ভাই- যে তোমাদের কথা শুনতে হবে? তুমি কে উনি ঠিক না ভুল বিচার করার? তোমাদের কার কী অবদান আছে- এই সমাজে- একটু বল তো? ওনার মতো অভিনয় করতে পারবে? ওনার মতো নাচতে পারো- ক’জন?”

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “আমাদের বাড়িতে গুরুজনের সবার সব কথা আমাদের সব সময় কী ভাল লাগে? সব কথা মানতে পারো? তখন কী তাঁদের ঠিক এইরকম কদর্য ভাষায় আক্রমণ করো? একবার রাগ না করে,ভেবে দেখ কথাটা? কেমন? ওই স্যানিটারি প্যাডের বিজ্ঞাপন দেখতে আমার মাও পছন্দ করতেন না। তাঁকে আমরা আমাদের যুক্তি বোঝাতে চেষ্টা করতে পারি। কিন্তু, এভাবে আক্রমণ করাটা বোধহয় ঠিক নয়।”

শেষে তিনি সকলের উদ্দেশে এক প্রশ্ন তোলেন, “আমি ওনার কথা সমর্থন করছি না,তবে তোমাদের আক্রমণটাকেও সমর্থন করতে পারছি না। সবার আগে আমরা ভারতীয় । ভারতের সভ্যতার একটা ইতিহাস আছে।…আমি যদি নাস্তিক হই-তাহলে কি মা দুর্গার মূর্তিতে কালি ছেটাবো? কেন ছেটাব না? কারণ আমাদের সভ্যতা আর শিক্ষা সেটা সাপোর্ট করে না। আমাকেও চাইলে আক্রমণ করো । আমার আর নতুন করে কষ্ট হয় না। অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু,মমদিকে আমি চিনি । ভীষণ ভাল সাদামাটা একটা মানুষ। উনি নিশ্চয়ই কষ্ট পান। আমি জানি- উনি সবাইকে আপন মনে করেন- আর কষ্ট পান।”