দু’জনের মধ্যে দেখা-সাক্ষাৎ ছিল না প্রায় ১৫ বছর। এমনকী ছিল না কোনও ফোনাফনিও। কেউ কাউকে ভুলেও যোগাযাগ করেননি। কিন্তু কী এমন হয়েছিল দু’জনের মধ্যে? ১৫ বছরের এই বিচ্ছেদ কেন? আসলে,কনীনিকা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত ওঁর ঘর–সংসার নিয়ে।আর সুদীপ্তা চক্রবর্তী ডুবে ছিলেন ওঁর কাজ নিয়ে। শেষমেশ ১৫ বছর পর দুই বন্ধুর দেখা হল একটি শপিং মলে। কিন্তু এ–গল্প হলেও সত্যি নয়। এ–গল্প সিনেমার।
নতুন পরিচালক প্রমিতা ভৌমিকের ছোট ছবি ‘পরিচয়’। আসলে এ–গল্প সুদীপ্তা–কনীনিকার নয়। এ–গল্প অনুরাধা–শ্রেয়ার। কনীনিকার চরিত্রের নাম অনুরাধা, সুদীপ্তা হলেন শ্রেয়া। অনুরাধা গৃহবধূ। বিদেশে থাকেন। ঘর–সংসার নিয়ে ডুবে আছেন। কিছুদিনের জন্য কলকাতায় এসেছেন। একটি শপিং মলে ১৫ বছর পর দেখা হচ্ছে বন্ধু শ্রেয়ার সঙ্গে। বাড়ি়তে একদিন নেমতন্ন করেছেন বন্ধু শ্রেয়াকে। এই দুই বন্ধুর দেখা হওয়া নিয়েই একটা দিনের গল্প ‘পরিচয়’।
১৫ বছরে অনেকটা বদলে গিয়েছে শ্রেয়া। অনুরাধার চোখে এক নতুন শ্রেয়া ধরা পড়ে। শ্রেয়া ‘হাই লেভেল’ এসকর্ট। কিন্তু নিজের ‘পরিচয়’ নিয়ে কোনও হীনমন্যতা নেই তাঁর। শরীর বেচতে তাঁর কোনও কিন্তু–কিন্তু নেই। আর পাঁচটা কাজের মতই এই কাজকে সে দেখে। মাথা উঁচু করে নিজের ‘পরিচয়’ নিয়ে বাঁচে। অনুরাধার মনে প্রশ্ন জাগে,তাঁর কি আদৌ কোনও নিজের ‘পরিচয়’ আছে?
আরও পড়ুন :বছর দু’য়েকের বিরতি,‘রসগোল্লা’-র অবন্তিকা ফের ফিরছেন অভিনয়ে
নিজের ছবি নিয়ে পরিচালক বলেন “ আসলে এই ছবি আত্মপরিচয় খুঁজে পাবার গল্প। দারুণ কাজ করেছেন সুদীপ্তা–কনীনিকা। আমার প্রথম ছবিতেই ওঁদের মত জাঁদরেল অভিনেত্রীদের পেয়ে আমি সত্যিই খুব খুশি। আমি তো ভাবতেই পারিনি ওঁরা আমার সঙ্গে কাজ করতা রাজি হবেন! কাজ করতে গিয়ে দেখলাম দু’জনেই খুব ‘ডাউন টু আর্থ’। আমি যে নতুন ওরা সেটা ফিল করতেই দেননি।” প্রমিতার মত নতুন পরিচালকের সঙ্গে কাজ করে কনীনিকাও খুব খুশি। তিনি বলেন “ প্রমিতা নতুন হলেও খুব গোছানো। খুব সুন্দর করে স্ক্রিপ্টটাও লিখেছে। ও কী চায়,নিজের কাছে খুব স্পষ্ট।” নিজের চরিত্র নিয়ে কনীনিকা বলেন “ আমার চরিত্রটা যেহেতু একজন গৃহবধূর,তাই সেটা ফুটিয়ে তোলাটা খুব শক্ত ছিল। যাদেরকে আমরা রোজ দেখি সেইসব চরিত্রে অভিনয় করা খুব শক্ত। পান থেকে চুন খসলেই সবাই রে রে করে উঠবে।” প্রমিতার সঙ্গে কাজ করে খুশি সুদীপ্তাও। তিনি বলেন”খুব মজা করে কাজ করেছি। প্রমিতা নিজে যেহেতু লেখে,তাই স্ক্রিপ্ট নিয়ে ও খুব প্রোটেকটিভ। আমরা যাতে হুবহু ডায়লগ বলি সেইদিকে খেয়াল রাখত।”
‘পরিচয়’–এর শুটিং সবেই শেষ হয়েছে। এখন পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে। এরপর বিদেশের বিভিন্ন ফেস্টিভ্যালে ঘুরবে ছবিটি।