‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক সুদীপ্ত সেন পেলেন জাতীয় পুরস্কার
জাতীয় পুরস্কারে সেরা পরিচালকের সম্মান ছিনিয়ে নিলেন 'দ্য কেরালা স্টোরি' ছবির পরিচালক সুদীপ্ত সেন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত যে ছবি গোটা দেশে বিতর্কের ঝড় তুলেছিল, সেই ছবিই নজর কাড়ল জাতীয় পুরস্কারের সেরার তালিকায়।

জাতীয় পুরস্কারে সেরা পরিচালকের সম্মান ছিনিয়ে নিলেন ‘দ্য কেরালা স্টোরি’ ছবির পরিচালক সুদীপ্ত সেন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত যে ছবি গোটা দেশে বিতর্কের ঝড় তুলেছিল, সেই ছবিই নজর কাড়ল জাতীয় পুরস্কারের সেরার তালিকায়।
২০২৩ সালে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ মুক্তির পর থেকেই বিতর্কের ঝড় তুলেছিল। নানা বিতর্ককে সঙ্গে নিয়েই তাবড় তাবড় বলিউড সিনেমার বক্স অফিসের ব্যবসাকে চ্যালেঞ্জ ছুঁড়েছিল এই ছবি। ‘দ্য কেরালা স্টোরি’ ছবির মূল উপপাদ্য বিষয় ছিল কেরালা থেকে প্রায় ৩২ হাজার মহিলাকে ইসলামে ধর্মান্তরিত করে আইএস-এ যোগদান করানো। এবং এর নেপথ্যে যে ষড়যন্ত্র চলে তাকেই সামনে নিয়ে আসার চেষ্টা করেছিলেন পরিচালক।
২০২২ সালে পরিচালক সুদীপ্ত সেন এই একই বিষয়ের ওপর একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন। যার নাম ছিল ‘ইন দ্য নেম অফ লাভ’। পরিচালক সেই তথ্যচিত্রকেই বড় আকার দিলেন ‘দ্য কেরালা স্টোরি’ ছবিতে। ছবিটি বক্স অফিসে ঝড় তোলার সঙ্গে সঙ্গে বিতর্কের মুখেও পড়েছিল। একশ্রেণীর মানুষ এই ছবির বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছিল। ছবিতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী আদা শর্মা। কেরালা স্টোরিতে অভিনয় করার জন্য তিনিও পড়েছিলেন বিতর্কের মুখে।
