মুম্বইয়ের রাস্তায় সুমনা চক্রবর্তীর গাড়িতে হামলা! কেমন আছেন অভিনেত্রী?
কপিল শর্মা শো থেকে জনপ্রিয় হওয়া এই বাঙালি অভিনেত্রী বহুদিন ধরেই মুম্বইয়ের বাসিন্দা। তাঁকে এভাবে যে মুম্বইয়ের রাজপথে হেনস্থা হতে হবে, তা ভাবলেই কেঁপে উঠছেন সুমনা।

মুম্বইয়ের রাস্তায় কখনও যে এমন অভিজ্ঞতার শিকার হবেন, তা আন্দাজও করতে পারেননি বলিউডের বাঙালি অভিনেত্রী সুমনা চক্রবর্তী। কপিল শর্মা শো থেকে জনপ্রিয় হওয়া এই বাঙালি অভিনেত্রী বহুদিন ধরেই মুম্বইয়ের বাসিন্দা। তাঁকে এভাবে যে মুম্বইয়ের রাজপথে হেনস্থা হতে হবে, তা ভাবলেই কেঁপে উঠছেন সুমনা।
তা কী ঘটল সুমনার সঙ্গে?
সুমনা তাঁর ইনস্টাগ্রামে লিখলেন, ” আমি কোলাবা থেকে ফোর্ট যাচ্ছিলাম। হঠাৎ মারাত্মক জ্যামে আটকে পরি। হঠাৎ কয়েকজন আমার গাড়ির উপর উঠে জয় মহারাষ্ট্র বলতে থাকে। গাড়ির গায়ে আঘাত করতে থাকে। জানলার সামনে এসে আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে স্লোগান দিতে থাকে। বুঝতেই পারছিলাম, মারাঠা সংরক্ষণের দাবিতেই এই আন্দোলন। কিন্তু আন্দোলনের নামে এমন হামলা!”
সুমনা আরও জানালেন, ”ওখানে পুলিশ দাঁড়িয়েছিল। কিন্তু চুপচাপ দাঁড়িয়ে ছিল। আমি ভাবতেই পারছি না, এমনটা ঘটে গেল আমার সঙ্গে।”
