AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সঞ্জয় কাপুরের সম্পত্তির ভাগ চেয়ে আদালতে করিশ্মার ছেলে-মেয়ে! পেলেন কত টাকা?

সঞ্জয়ের কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে পরিবারে নানা জটিলতা। সঞ্জয়ের বর্তমান স্ত্রী পিয়া সচদেবের সঙ্গে সম্পত্তি নিয়ে করিশ্মার ঠান্ডা লড়াইয়ের খবরও ছড়িয়ে পড়েছিল। ঠিক এই সময়ই বাবা সঞ্জয় কাপুরের বিশাল সম্পত্তিতে নিজেদের ভাগ বুঝে নিতে দিল্লি হাই কোর্ট পৌঁছেছেন করিশ্মা ও সঞ্জয়ের সন্তান সমাইরা ও কিয়ান।

সঞ্জয় কাপুরের সম্পত্তির ভাগ চেয়ে আদালতে করিশ্মার ছেলে-মেয়ে! পেলেন কত টাকা?
| Updated on: Sep 10, 2025 | 2:30 PM
Share

গলায় মৌমাছি ঢুকে গল্ফ মাঠেই হৃদরোগে আক্রান্ত ও মৃত্যু হয় করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী ব্যবসায়ী সঞ্জয় কাপুরের। স্বাভাবিকভাবেই প্রাক্তনের মৃত্য়ুতে ভেঙে পড়েছিলেন করিশ্মা। তারপর খবরে আসে, সঞ্জয়ের কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে পরিবারে নানা জটিলতা। সঞ্জয়ের বর্তমান স্ত্রী পিয়া সচদেবের সঙ্গে সম্পত্তি নিয়ে করিশ্মার ঠান্ডা লড়াইয়ের খবরও ছড়িয়ে পড়েছিল। ঠিক এই সময়ই বাবা সঞ্জয় কাপুরের বিশাল সম্পত্তিতে নিজেদের ভাগ বুঝে নিতে দিল্লি হাই কোর্ট পৌঁছেছেন করিশ্মা ও সঞ্জয়ের সন্তান সমাইরা ও কিয়ান। তবে জানা গিয়েছে, মৃত্যুর অনেক আগেই দুই সন্তানকে নামে ১৪ কোটির বন্ড উপহার দিয়েছিলেন সঞ্জয়। শুধু তাই নয়, সেই বন্ড থেকে প্রাপ্ত সুদ অনুযায়ী, ১০ লাখ টাকা প্রতি মাসেও পান করিশ্মার ছেলে-মেয়ে।তবে এই বন্ড ও সুদই নয়। সঞ্জয় কাপুরের দিল্লি এবং লন্ডনের বাড়িতে এক অংশ দেওয়া হয়েছে কিয়ারা ও সামাইরাকে।

সঞ্জয় কপুর গত ১২ জুন যুক্তরাজ্যে এক পোলো ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, শোনা যায় এক মৌমাছির কারণে এই মৃত্যু। আর তাঁর হঠাৎ মৃত্যু ঘিরে এবার কাপুর পরিবারে এখন শুরু হয়েছে ৩০,০০০ কোটি টাকার বিশ্বব্যাপী সম্পত্তি নিয়ে উত্তরাধিকার সংক্রান্ত আইনি লড়াই। দিল্লিতে সঞ্জয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হয়, সেখানে করিশ্মা ও তাঁদের দুই সন্তানও উপস্থিত ছিলেন। তারপর আবারও তিনি দিল্লির পথে। ঠিক কী ঘটেছে?

কার হবে সোনা গ্রুপ? এই নিয়ে শুরু এবার বচসা। সঞ্জয়ের মৃত্যুর যাবতীয় সম্পত্তি ও কোম্পানির অধিকার কে পেতে চলেছেন, তা নিয়েই শুরু এবার বিবাদ। সঞ্জয়ের মা রানি কাপুর ও তাঁর তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব কাপুরের মধ্যে শুরু হয়েছে লড়াই। রানি কাপুর দাবি করেছেন, তাঁর প্রয়াত স্বামী সুরিন্দর কাপুরের ২০১৫ সালের উইল অনুযায়ী, তিনিই কাপুর পরিবারের মূল উত্তরাধিকারী এবং সোনা গ্রুপের প্রধান শেয়ারহোল্ডার।

অন্যদিকে, সঞ্জয়ের স্ত্রী প্রিয়া সচদেব তাঁর ইনস্টাগ্রাম বায়ো-তে হঠাৎ করে লিখে বসেন, “নন-এক্সিকিউটিভ ডিরেক্টর, সোনা কমস্টার”। একই সঙ্গে নিজের নামও পরিবর্তন করে রেখেছেন প্রিয়া সঞ্জয় কাপুর, যা ঘিরে জল্পনা আরও বাড়ছে। সঞ্জয়ের মা রানি কাপুর তাঁর ছেলের মৃত্যু নিয়ে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এটিকে “অত্যন্ত রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যু” বলে উল্লেখ করেছেন, যা এই পুরো ঘটনাকে আরও জটিল করে তুলছে। আর সেই সূত্রেই এবার বিস্তারিত জানতে দিল্লিতে পৌঁছেছিলেন করিশ্মা।