Dharmendra Health Update: কতটা সঙ্কটজনক ধর্মেন্দ্র? বেলা গড়াতেই খবর দিলেন সানি
Sunny deol's on Dharmendra: হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন হেমা মালিনীও। এমনকী, রাতের বেলা বলিউডের বর্ষীয়ান অভিনেতাকে দেখতে ব্রিচ ক্যান্ডিতে গিয়েছিলেন শাহরুখ খান, সলমন খান, আমিশা প্য়াটেল, গোবিন্দার মতো বলিউড অভিনেতারা। তবে মঙ্গলবার সকাল হতেই রটে যায় ধর্মেন্দ্র প্রয়াত।

সোমবার দুপুর থেকেই শোনা যাচ্ছিল ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা সঙ্কটজনক। তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশন। সোমবার বেলা গড়াতেই হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন ধর্মেন্দ্রর দুই ছেলে সানি দেওল ও ববি দেওল।হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন হেমা মালিনীও। এমনকী, রাতের বেলা বলিউডের বর্ষীয়ান অভিনেতাকে দেখতে ব্রিচ ক্যান্ডিতে গিয়েছিলেন শাহরুখ খান, সলমন খান, আমিশা প্য়াটেল, গোবিন্দার মতো বলিউড অভিনেতারা। তবে মঙ্গলবার সকাল হতেই রটে যায় ধর্মেন্দ্র প্রয়াত। খবর রটতেই চটে গেলেন অভিনেতার পরিবার। সোশাল মিডিয়ায় ধর্মেন্দ্র স্থিতিশীল অবস্থার কথা জানালেন মেয়ে এষা ও হেমা মালিনী। আর এবার মুখ খুললেন ধর্মেন্দ্রর ছেলে সানি দেওল।
সানি দেওলের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মেন্দ্র চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ভুয়ো খবর না রটিয়ে, সবাইকে অনুরোধ ধর্মেন্দ্রর দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করুন।
ইতিমধ্যেই মুম্বইয়ের নানা জায়গায় ধর্মেন্দ্রর দীর্ঘায়ু কামনা করে পুজোপাঠ করছেন অভিনেতার ফ্যান ক্লাব। ব্রিচ ক্যান্ডি হাসপাতালের সামনে এবং অভিনেতার বাড়ির সামনে নিরাপত্তাও কড়া করা হয়েছে।
ইনস্টাগ্রামে এষা লিখলেন, ”ভুয়ো খবর ছড়াবেন না। আমার বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল। সবাইকে অনুরোধ, আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন। বাবার দ্রুত আরোগ্য কামনা করুন।”
বলিউডের এই বর্ষীয়ান অভিনেতাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। জানা গিয়েছে, এই মুহূর্তে তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। ধর্মেন্দ্রর চিকিৎসার জন্য আলাদা মেডিক্যাল বোর্ডও তৈরি করা হয়েছে। এই মুহূর্তে অভিনেতা রয়েছেন চিকিৎসকদের কড়া নজরে।
গতকাল রাতেই সোশাল মিডিয়ায় ধর্মেন্দ্রর শারীরিক অবস্থার কথা জানিয়ে হেমা মালিনী লিখেছিলেন, ” ধরমজির স্বাস্থ্য নিয়ে সবাই দুশ্চিন্তায়। তাই সবাইকে জানাতে চাই। চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।” এমনকী, সানি দেওলের টিমের তরফ থেকেও জানানো হয়েছে, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
