সানির হাতে এবার বন্দুক, গুলি চালিয়ে ধরাশায়ী করবেন দর্শককে

শুভঙ্কর চক্রবর্তী |

Dec 21, 2020 | 6:46 PM

শোনা যাচ্ছে মার্শাল আর্ট করতেও দেখা যাবে সানিকে।

সানির হাতে এবার বন্দুক, গুলি চালিয়ে ধরাশায়ী করবেন দর্শককে
সানি লিওন

Follow Us

২০২০-র এ বছর কারও কাছে খুব একটা মসৃণ ছিল না। তবে বছর শেষের এ সময়ে এসে বলি সেলেবরা আস্তে আস্তে নিজেদের কাজকর্মে ফিরেছেন। শুটিং শুরু হয়েছে এবং সিনেমা রিলিজ হতে শুরুও করেছে। পরিচালক বিক্রম ভাটও এবার শুটিংয়ে ফিরলেন। তিনি শুরু করতে চলেছেন তাঁর নতুন ওয়েবসিরিজের কাজ। এবং জানেন কে রয়েছেন সিরিজে মুখ্য ভূমিকায়।

সানি লিওন! (Sunny Leone)

 

আরও পড়ুন মুখ পেঁচিয়ে ঘুষি চালিয়েছেন ভগ্নিপতি, সলমন আটাকালেন এক হাতে

 

আজ্ঞে হ্যাঁ। ‘অনামিকা’—একেবারে মারকাটারি ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। ‘মারকাটারি’ কারণ এটি একটি ‘গানফু’ জঁরের ওয়েব সিরিজ। ‘গানফু’ মানে গান (বন্দুক) এবং কুংফু! এবং শোনা যাচ্ছে মার্শাল আর্ট করতেও দেখা যাবে সানিকে। ১০ এপিসোডের সিরিজের শুটিং হবে মুম্বইতে। সিরিজের ফার্স্ট শিডিউল শেষ হয়ে যাবে এ বছরে।

 

 

সিরিজ প্রসঙ্গে বিক্রম বলেন, “লকডাউনের জন্য শুটিং কিছু দিনের জন্য থমকে গিয়েছিল। কিন্তু বলিউড ইন্ডাস্ট্রি কখনও থেমে থাকেনি। তাই আমরা চলে এসেছি এমন কিছু করতে যা আমরা সব থেকে বেশি ভালবাসি।” এরপরে সানি লিওনের সম্পর্কে বিক্রম বলেন, “আমরা সানি লিওনের সঙ্গে কাজ করতে শুরু করেছি। এবং সেটা ভীষণ এক্সাইটিং ছিল। দর্শক সানিকে মার্শাল আর্ট এবং হাতে বন্দুক নিয়ে গুলি চালাতে দেখে ভীষণ আনন্দিত হবে বলে আমার বিশ্বাস। এটা খুব থ্রিলিং প্রোজেক্ট!”

ওয়েব সিরিজের গল্প লিখেছেন বিক্রম ভাট। এমএক্স প্লেয়ারে মু্ক্তি পেতে চলেছে ‘অনামিকা’।

Next Article