Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুরঙ্গনাকে বিয়ে নিয়ে কে প্রশ্ন করেন? নায়িকা হাসতে-হাসতে বললেন…

গোয়েন্দা গল্প সবসময়ই বাংলা সিনেমা থেকে সিরিজে রাজত্ব করে। তবে এবার মহিলা গোয়েন্দা আসতে চলেছে ক্লিক-এর প্ল্যাটফর্মে। মহিলা গোয়েন্দা একবার-দুবার বাংলা সিনেমাতে এলেও, মূলত দেখা যায় পুরুষ গোয়েন্দাদের। তবে এবার সিরিজে আসছে মহিলা গোয়েন্দা ‘ডিটেকটিভ চারুলতা’। এই চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যেই সুরঙ্গনা তাঁর অভিনয়গুণে মঞ্চ, বড়পর্দা, সিরিজে দর্শকদের মন জয় করেছেন। এবার […]

সুরঙ্গনাকে বিয়ে নিয়ে কে প্রশ্ন করেন? নায়িকা হাসতে-হাসতে বললেন...
Follow Us:
| Updated on: Apr 14, 2025 | 4:02 PM

গোয়েন্দা গল্প সবসময়ই বাংলা সিনেমা থেকে সিরিজে রাজত্ব করে। তবে এবার মহিলা গোয়েন্দা আসতে চলেছে ক্লিক-এর প্ল্যাটফর্মে। মহিলা গোয়েন্দা একবার-দুবার বাংলা সিনেমাতে এলেও, মূলত দেখা যায় পুরুষ গোয়েন্দাদের। তবে এবার সিরিজে আসছে মহিলা গোয়েন্দা ‘ডিটেকটিভ চারুলতা’। এই চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যেই সুরঙ্গনা তাঁর অভিনয়গুণে মঞ্চ, বড়পর্দা, সিরিজে দর্শকদের মন জয় করেছেন। এবার এই চরিত্র নিয়ে তাঁর সঙ্গে চলল TV9 বাংলার আড্ডা। আসলে গোয়েন্দা বললেই তো বেশকিছু পুরুষ গোয়েন্দাদের মুখ ভেসে ওঠে। সেখানে দাঁড়িয়ে এই চরিত্র কতটা চ্যালেঞ্জিং ছিল? উত্তরে অভিনেত্রী বললেন, “হ্যাঁ গোয়েন্দা বললেই বাঙালিদের মনে খুব স্বাভাবিকভাবেই পুরুষ গোয়েন্দাদের ছবি বেশি ভেসে ওঠে। যেহেতু খুব জনপ্রিয়, ব্রিলিয়ান্ট পুরুষ গোয়েন্দা চরিত্ররা রয়েছে আমাদের সাহিত্যের ভাণ্ডারে। মহিলা গোয়েন্দা অনেক আছে, তবে তাদের নিয়ে সেইভাবে কাজ হয়নি। মিতিন মাসি খুবই জনপ্রিয়। তবে এই কাজটির ক্ষেত্রে যেটা সব থেকে আলাদা, একটি অল্প বয়সি মেয়েকে গোয়েন্দা হিসেবে দেখানো হয়েছে। আমি মুখিয়ে রয়েছি দর্শকদের কেমন লাগল জানার জন্য। ”

এই গোয়েন্দার নাম চারুলতা থাকার বিশেষ কারণ হিসেবে হয়ত কোথাও কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়কে ট্রিবিউট হতে পারে। তবে এই চরিত্রটি সম্পর্কে সুরঙ্গনার বক্তব্য, “চারুলতা খুব চেনা অল্পবয়সি একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যাকে তার কাকা বিয়ে দেওয়া নিয়ে চিন্তিত, খুব রিলেটেবল একটা চরিত্র, দর্শকরা এই চরিত্রের সমস্যা নিজের সঙ্গে মিল পাবেন।”

প্রশ্নসূত্রে জানতে চাওয়া, সুরঙ্গনার ব্যক্তি জীবনে এই প্রশ্ন উঁকি দেয় না? তাঁকে প্রশ্ন করা হয়, তাঁর বিয়ে নিয়ে বন্ধুবান্ধব বা পরিবারের লোকজন চাপ দেয়! এই প্রশ্নের উত্তরে হেসে নায়িকা বলেন, “আমার বাড়ি থেকে কেউ প্রশ্ন করেন না, তবে সাংবাদিকরাই বেশি প্রশ্ন করে থাকেন।” প্রসঙ্গত, অভিনেত্রীর সঙ্গে অভিনেতা ঋদ্ধি সেনের সম্পর্কের কথা কম বেশি সকলেই জানেন। শৈশবের বন্ধুত্ব, একসঙ্গে কাজ, মঞ্চ মাতানো, সবটাতেই জড়িয়ে রয়েছেন তাঁরা। দু’জনেই কেরিয়ার নিজে বিশেষ সচেতন, তাই স্বাধারণত এই বিষয় নিয়ে খুব একটা ভাবিত নন।

কাজের সূত্রে সুরঙ্গনা আরও বলেন, “এই সিরিজে আমায় অ্যাকশন করতে হয়েছে, অ্যাকশন সিকোয়েন্স আমার জন্য অবশ্যই একদম নতুন। আগে কখনও করিনি, তবে , কোরে বুঝলাম, অ্যাকশন সিকোয়েন্স কতটা কঠিন!” সুরঙ্গনা গোয়েন্দা চরিত্রে অভিনয় করছেন, তবে তাঁর প্রিয় গোয়েন্দাদের মধ্যে রয়েছে, ব্যোমকেশ, ফেলুদা, শার্লক। যদিও এই মুহুর্তের প্রিয়,এরকুল পয়রো।