এনএসডি’র কৃতি ছাত্রী, নাসিরুদ্দিনের আত্মীয়া সুরেখা শেষ জীবনে সাহায্য নয়, চেয়েছিলেন কাজ

Surekha Sikri: শুক্রবার ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তিনি। তাঁর জীবনে ঘটনার উথালপাথাল। দেখে নেওয়া যাক অভিনেত্রীর জীবনে অজানা কিছু কথা।

| Edited By: | Updated on: Jul 16, 2021 | 1:18 PM
চেয়েছিলেন সাংবাদিক হতে। কিন্তু কলেজে দেখা একটি নাটক বদলে দেয় জীবন। ভর্তি হন ন্যাশানাল স্কুল অব ড্রামাতে (এনএসডি)। ওই শুরু হয় তাঁর জার্নি। সুরেখা সিকরি, বলিউডের কৃতি সন্তান, শুক্রবার ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তিনি। তাঁর জীবনে ঘটনার উথালপাথাল। দেখে নেওয়া যাক অভিনেত্রীর জীবনে অজানা কিছু কথা।

চেয়েছিলেন সাংবাদিক হতে। কিন্তু কলেজে দেখা একটি নাটক বদলে দেয় জীবন। ভর্তি হন ন্যাশানাল স্কুল অব ড্রামাতে (এনএসডি)। ওই শুরু হয় তাঁর জার্নি। সুরেখা সিকরি, বলিউডের কৃতি সন্তান, শুক্রবার ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তিনি। তাঁর জীবনে ঘটনার উথালপাথাল। দেখে নেওয়া যাক অভিনেত্রীর জীবনে অজানা কিছু কথা।

1 / 7
১৯৪৫ সালে উত্তরপ্রদেশে জন্ম সুরেখা সিক্রির। তাঁর সৎ-বোন মানারা  পারভিন মুরাদ নাসিরউদ্দিন শাহর প্রাক্তন স্ত্রী। ছোটবেলা কেটেছেন আলমোড়া এবং নৈনিতালে। বাবা ছিলেন ভারতীয় বায়ুসেনা বাহিনীতে মা ছিলেন শিক্ষক।

১৯৪৫ সালে উত্তরপ্রদেশে জন্ম সুরেখা সিক্রির। তাঁর সৎ-বোন মানারা পারভিন মুরাদ নাসিরউদ্দিন শাহর প্রাক্তন স্ত্রী। ছোটবেলা কেটেছেন আলমোড়া এবং নৈনিতালে। বাবা ছিলেন ভারতীয় বায়ুসেনা বাহিনীতে মা ছিলেন শিক্ষক।

2 / 7
এনএসডি থেকে পাশ করে বেরোন ১৯৭১ সালে। থিয়েটারের পাশাপাশি জায়গা করে নেন চলচ্চিত্র জগতেও। তাঁর প্রথম ছবি কিসসা কুরসি কা মুক্তি পেয়েছিল ১৯৭৯ সালে।

এনএসডি থেকে পাশ করে বেরোন ১৯৭১ সালে। থিয়েটারের পাশাপাশি জায়গা করে নেন চলচ্চিত্র জগতেও। তাঁর প্রথম ছবি কিসসা কুরসি কা মুক্তি পেয়েছিল ১৯৭৯ সালে।

3 / 7
বারবার বলতেন হিরোয়িন নন, এসেছেন অভিনেত্রী হতে। তাঁর অভিনয় সত্ত্বার ছাপ বারেবারে দেখা গিয়েছে জুবেদা, সরফরোশ, দিল্লাগি ছবিতে। কাজ করেছেন ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি বাধাই হো'তেও। সাবলীল ছিল অভিনয় ক্ষমতা। যে কোনও চরিত্রকেই দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলতে পারতেন তিনি।

বারবার বলতেন হিরোয়িন নন, এসেছেন অভিনেত্রী হতে। তাঁর অভিনয় সত্ত্বার ছাপ বারেবারে দেখা গিয়েছে জুবেদা, সরফরোশ, দিল্লাগি ছবিতে। কাজ করেছেন ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি বাধাই হো'তেও। সাবলীল ছিল অভিনয় ক্ষমতা। যে কোনও চরিত্রকেই দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলতে পারতেন তিনি।

4 / 7
শুধু কি বড় পর্দা? ছোট পর্দাতে বালিকা বধু ধারাবাহিকে দাদিসার সেই চরিত্র আজও ভুলতে পেরেছেন? সহ অভিনেতা হিসেবে তিন বার জাতীয় পুরস্কার জিতেছেন তিনি। এর মধ্যে রয়েছে ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘রোলস ইন তামাস’, ১৯৯৫ সালের ছবি ‘মাম্মো’ এবং ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘বাধাই হো।’।

শুধু কি বড় পর্দা? ছোট পর্দাতে বালিকা বধু ধারাবাহিকে দাদিসার সেই চরিত্র আজও ভুলতে পেরেছেন? সহ অভিনেতা হিসেবে তিন বার জাতীয় পুরস্কার জিতেছেন তিনি। এর মধ্যে রয়েছে ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘রোলস ইন তামাস’, ১৯৯৫ সালের ছবি ‘মাম্মো’ এবং ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘বাধাই হো।’।

5 / 7
গত বছর খবর রটে অর্থাভাবে ভুগছেন তিনি। যদিও সুরেখার পরিবার দাবি করে এ রটনা। পরিবার তাঁর পাশেই আছে। কোভিড ১৯ আছড়ে পড়তেই চিন্তিত ছিলেন অভিনেত্রী। বলেছিলেন, "ভিক্ষা চাই না। দান চাই না। অনেকেই আমাকে অর্থসাহায্য করতে চেয়েছেন, আপনাদের ধন্যবাদ। কিন্তু এই মুহূর্তে তা প্রয়োজন নেই। আমি কাজ চাই। সম্মানের সঙ্গে রোজগার করতে চাই।"

গত বছর খবর রটে অর্থাভাবে ভুগছেন তিনি। যদিও সুরেখার পরিবার দাবি করে এ রটনা। পরিবার তাঁর পাশেই আছে। কোভিড ১৯ আছড়ে পড়তেই চিন্তিত ছিলেন অভিনেত্রী। বলেছিলেন, "ভিক্ষা চাই না। দান চাই না। অনেকেই আমাকে অর্থসাহায্য করতে চেয়েছেন, আপনাদের ধন্যবাদ। কিন্তু এই মুহূর্তে তা প্রয়োজন নেই। আমি কাজ চাই। সম্মানের সঙ্গে রোজগার করতে চাই।"

6 / 7
গত বছর ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী। এ দিন সকালেই সব শেষ। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন এই প্রবাদপ্রতিম শিল্পী।

গত বছর ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী। এ দিন সকালেই সব শেষ। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন এই প্রবাদপ্রতিম শিল্পী।

7 / 7
Follow Us: