Sushant Singh Rajput: বেঁচে থাকলে বয়স হত ৩৯, সুশান্তের জন্মদিনে কোন আক্ষেপের কথা শোনালেন বোন শ্বেতা?

আকাশ মিশ্র |

Jan 21, 2025 | 3:57 PM

সুশান্ত ছিলেন দারুণ ছাত্র, ফিলোজফার। এমনকী, তাঁর লেখার হাতও ছিল বেশ দক্ষ। আকাশ দেখতে ভালবাসতেন সুশান্ত। নক্ষত্র, গ্রহ নিয়ে ছিল দারুণ পড়াশুনো। এমন এক প্রতিভাবান মানুষের এমন পরিণতি!

Sushant Singh Rajput: বেঁচে থাকলে বয়স হত ৩৯, সুশান্তের জন্মদিনে কোন আক্ষেপের কথা শোনালেন বোন শ্বেতা?

Follow Us

২০২০ সালের ১৪ জুন। এই তারিখটা বলিউড যেন এখনও ভুলতে পারেনি। আচমকাই যখন সুশান্ত সিং রাজপুতের মৃত্য়ুর খবরটা ছড়িয়ে পড়ে, নড়েচড়ে বসেছিল গোটা দুনিয়া। তার পর তো একে একে বিস্ফোরক সব তথ্য সামনে আসতে থাকে। সুশান্তের মৃত্য নানা রহস্যের মোড় নেয়। কিন্তু আজও সেই রহস্যের জট কাটেনি। তাই তো ২১ জানুয়ারি সুশান্তের ৩৯ তম জন্মদিনে অনুরাগী এবং তাঁর পরিবার যেন সেই মৃত্যুর ভয়াবহ স্মৃতিকেই বার বার ফিরে দেখছেন। আর সঙ্গে এক দীর্ঘ নিশ্বাস!

হ্যাঁ, বেঁচে থাকলে সুশান্তের বয়স হত ৩৯। সত্যিই, যে বয়সে বলিউডে বহু অভিনেতারা হয়তো প্রথম হিট পেয়েছেন, সেই বয়সে সুশান্ত নেই। তিনি তো অনেক কম বয়সেই বলিউডে জমি খুঁজে পেয়েছিলেন। তাহলে কেন? আর শুধুই কি অভিনেতা? সুশান্ত ছিলেন দারুণ ছাত্র, ফিলোজফার। এমনকী, তাঁর লেখার হাতও ছিল বেশ দক্ষ। আকাশ দেখতে ভালবাসতেন সুশান্ত। নক্ষত্র, গ্রহ নিয়ে ছিল দারুণ পড়াশুনো। এমন এক প্রতিভাবান মানুষের এমন পরিণতি!

এই খবরটিও পড়ুন

হ্যাঁ, এমনই আক্ষেপে বেঁচে রয়েছেন তাঁর বোন শ্বেতা। আর তাই তো ভাই সুশান্তের জন্মদিনে সোশাল মিডিয়ায় একঝাঁক ভিডিও, ছবি শেয়ার করে অনুরাগীদের অনুরোধ করলেন, সুশান্তের স্মৃতিকে আগলে রাখতে।

তবে শুধুই সুশান্তের বোন শ্বেতা নয়। অভিনেতার জন্মদিনে স্মৃতিতে ফিরেছেন অভিনেত্রী সারা আলি খান। সারা তাঁর প্রথম ছবি কেদারনাথ-এ জুটি বেঁধেছিলেন সুশান্তের সঙ্গেই। সেই স্মৃতিকেই ফের সামনে নিয়ে আসলেন সারা।

প্রথমে টিভির পর্দায়। তারপর ‘কাই পো চে’ ছবি থেকে সিনেপর্দায় পা। প্রথম ছবি থেকেই নজর কেড়েছিলেন সুশান্ত। তারপর ‘শুদ্ধ দেশি রোমান্স’, ‘পিকে’, ‘এমএস ধোনি’, ‘রাবতা’, ‘চিতচোর’, ‘কেদারনাথ’। একের পর এক ছবিতে দুরন্ত অভিনয় করে নিজের এক স্টাইলের জন্ম দিয়েছিলেন সুশান্ত। যা তাঁকে আলাদা করে রেখেছিল অন্য অভিনেতার থেকে।

Next Article