রোহমানের জন্মদিন, কীভাবে সেলিব্রেট করছেন সুস্মিতা?

স্বরলিপি ভট্টাচার্য |

Jan 04, 2021 | 1:04 PM

করোনা পরিস্থিতিতে রোহমানের জন্মদিনে আলাদা কোনও আয়োজন করছেন না সুস্মিতা।

রোহমানের জন্মদিন, কীভাবে সেলিব্রেট করছেন সুস্মিতা?
রোহমান এবং সুস্মিতা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

Follow Us

নিজের শর্তে জীবন বাঁচেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন (sushmita sen)। বেছে বেছে ছবি করেছেন কেরিয়ারে। দুই মেয়েকে দত্তক নিয়েছেন। আবার বন্ধু তালিকা নিয়েও কোনও লুকোচুরি নেই তাঁর। গত কয়েক বছর ধরে পেশায় মডেল রোহমান শালের সঙ্গে বিশেষ সম্পর্কে রয়েছেন তিনি। সেই রোহমানের জন্মদিন। সুস্মিতা তো বিশেষ ভাবে সেলিব্রেট করবেনই।

সোমবার রোহমান বার্থডে বয়। সোশ্যাল মিডিয়ায় রোহমানের সঙ্গে নিজের ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন সুস্মিতা। তিনি রোহমানকে বাবুস বলে সম্বোধন করেছেন। রোহমানের সমস্ত ইচ্ছে পূরণ হোক। শরীর সুস্থ থাকুক, এই কামনা করেছেন তিনি।

নিজের শর্তে কেরিয়ার সাজিয়েছেন সুস্মিতা। ২০২০-তে ওয়েব সিরিজ ‘আর্যা’র মাধ্যমে ডিজিটাল ডেবিউ করেছেন তিনি। বিভিন্ন মহলেই প্রশংসা পেয়েছেন নায়িকা। বেছে কাজ করতে পছন্দ করেন। বাকি সময়টা বরাদ্দ থাকে রোহন এবং দুই মেয়ের জন্য। রোহনের সঙ্গে সম্পর্ক নিয়ে যথেষ্ট খোলামেলা হলেও বিয়ে নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি সুস্মিতা।

আরও পড়ুন, রোড ট্রিপে নুসরত জাহান, সঙ্গে কে?

করোনা পরিস্থিতিতে রোহমানের জন্মদিনে আলাদা কোনও আয়োজন করছেন না সুস্মিতা। বাড়িতেই দুই মেয়ে রেনে এবং আলিশাকে নিয়ে রোহমানের জন্মদিন সেলিব্রেট করবেন তিনি। রোহমানের পছন্দের খাবারও থাকবে মেনুতে। তবে বিশেষ কী উপহার দিচ্ছেন, তা খোলসা করতে চাননি তিনি।

আরও পড়ুন, মধুমিতার নতুন অ্যাডভেঞ্চার! ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী

Next Article