‘বনি আমার জন্য লাকি’, কেন বললেন স্বস্তিকা?
ছোট পর্দা হোক বা বড় পর্দা, দুই জায়গাতেই সমান দক্ষতায় কাজ করছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। ছোট পর্দায় যেমন অভিনেত্রীর ধারাবাহিক 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' দর্শকদের পছন্দের তালিকায় প্রথম দিকে রয়েছে, ঠিক তেমনই বড় পর্দায় আবার তাঁকে দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্তর সঙ্গে জুটি হিসেবে। কিছু বছর আগেই এই দু'জনের জুটি দর্শকদের ভালোবাসা পেয়েছিল। আবার এই জুটিকে দেখা যাবে পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের আগামী ছবি ' ভানুপ্রিয়া ভূতের হোটেল ' ছবিতে। এই ছবিতেই এই জুটির পাশাপাশি থাকছেন মিমি চক্রবর্তী আর সোহম মজুমদার।

ছোট পর্দা হোক বা বড় পর্দা, দুই জায়গাতেই সমান দক্ষতায় কাজ করছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। ছোট পর্দায় যেমন অভিনেত্রীর ধারাবাহিক ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ দর্শকদের পছন্দের তালিকায় প্রথম দিকে রয়েছে, ঠিক তেমনই বড় পর্দায় আবার তাঁকে দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্তর সঙ্গে জুটি হিসেবে। কিছু বছর আগেই এই দু’জনের জুটি দর্শকদের ভালোবাসা পেয়েছিল। আবার এই জুটিকে দেখা যাবে পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘ ভানুপ্রিয়া ভূতের হোটেল ‘ ছবিতে। এই ছবিতেই এই জুটির পাশাপাশি থাকছেন মিমি চক্রবর্তী আর সোহম মজুমদার। এই ছবির তৃতীয় গান মুক্তি পেতেই সংবাদের শিরোনামে স্বস্তিকা ও বনির জুটি। ‘আমি বার বার …’ এই গানের রেট্রো লুকে দেখা যাচ্ছে এই জুটিকে। ছবির গান ট্রেন্ড করতেই যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রী স্বস্তিকার সঙ্গে। তিনি TV9 বাংলাকে জানালেন, ” আমি খুব খুশি। প্রথমত আমি আমার কেরিয়ারে বড় পর্দায় বহু গান করেছি , তবে এই গানটা আমার কেরিয়ারে সব থেকে প্রিয় ও স্মরণীয় হয়ে থাকবে। আমি ‘উইন্ডোজ’- র কাছে কৃতজ্ঞ থাকব। জিনিয়া সেন ও অরিত্র মুখোপাধ্যায় যে সুযোগটা করে দিয়েছেন , সেটা আমার মনে হয়, আমাদের জেনারেশনের অনেকেই পাবেন না। আমার খুবই সৌভাগ্য যে এমন একটা গানে কাজ করলাম। এবং আমার স্মৃতির পাতায় আমার কেরিয়ারের শ্রেষ্ঠতম গান হয়ে দাঁড়াল। আমি চাই দর্শক এই গান নিজের আনন্দে, দুঃখে সব অনুভূতিতে শুনুক।এই গানটির অদ্ভুত চিত্রায়ন হয়েছে, পুরো ছবিতে একটি মাত্র গান যেটা সাদা-কালোতে শুট করা হয়েছে। ক্রেডিট অবশ্যই সিনেমার চিত্রগ্রাহকের।” অভিনেত্রী আরও যোগ করেন, “এই ছবিতে আমার আর আমার নায়ক বনি সেনগুপ্তর কেমিস্ট্রি সকলের পছন্দ হয়েছে। আসলে আমার সঙ্গে বনির কেমিস্ট্রি আজ থেকে পনেরো বছর আগে অনস্ক্রিনে শুরু হয়েছিল একটি গান দিয়ে। ‘ও ললনা’ গানটি দর্শকদের পছন্দ হয়েছিল। ছবিটার নাম ছিল ‘পারবো না আমি ছাড়তে তোকে’। এবার আরও একটা হিট আশা করছি। আমার মনে হয় বনি সেনগুপ্ত আমার কেরিয়ারের জন্য বেশ লাকি।
