‘সন্ধের জন্য তৈরি হচ্ছি’, বেলুন ফোলানোর ছবি পোস্ট করে ঠিক এমনটাই লিখেছেন অভিনেত্রী (Actress) স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee )। আজকের সন্ধেটা স্বস্তিকার কাছে স্পেশ্যাল। তার কারণ আজ তাঁর মা হওয়ার জন্মদিন।
একমাত্র মেয়ে অন্বেষার বয়স হল ২১ বছর। অর্থাৎ স্বস্তিকারও মা হওয়ার ২১ বছরের জন্মদিন। এদিন সকালেই সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। মেয়ে তাঁর বন্ধু, বেড়াতে যাওয়ার পার্টনার, তাঁর জীবনের একমাত্র ভালবাসা…।
স্বস্তিকা লিখেছেন, ‘…আর কিছু নেই যা আমি তোর থেকে বেশি ভালবাসি, এমন আর কিছু হবেও না…।’
মেয়ের জন্মদিনে বাড়িতেই ঘরোয়া সেলিব্রেশনের আয়োজন করেছেন স্বস্তিকা। বেলুন দিয়ে সাজিয়ে, কেক তৈরি করে প্রস্তুত তিনি। নিজের শর্তে বাঁচতে ভালবাসেন। একা হাতেই মেয়েকে বড় করেছেন। যদিও তাঁর মা, বাবার কাছেই অন্বেষা অনেকটা সময় কাটিয়েছে। তবে ছোট থেকেই তিনি মায়ের প্রিয় বন্ধু। জন্মদিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই অন্বেষাকে শুভেচ্ছা জানিয়েছেন স্বস্তিকার বহু অনুরাগীও।
আরও পড়ুন, একটানা নেগেটিভ চরিত্রে অভিনয় করে বিরক্ত হয়ে গিয়েছি: মধুরিমা বসাক