সানিয়া মির্জার চরিত্রে অভিনয় করছেন না তাপসী পান্নু

রণজিৎ দে |

Apr 01, 2021 | 1:54 PM

প্রযোজকের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন সানিয়ার বায়োপিকে সানিয়ার নিজেরই অভিনয় করার ইচ্ছে।

সানিয়া মির্জার চরিত্রে অভিনয় করছেন না তাপসী পান্নু
তাপসী পান্নু

Follow Us

সদ্যই ইন্ডাস্ট্রিতে খবর ছড়িয়ে ছিল টেনিস তারকা সানিয়া মির্জার বায়োপিক নিয়ে বলিউডে তৈরি হচ্ছে ছবি। সানিয়ার চরিত্রে অভিনয় করছেন তাপসী পান্নু। কিন্তু এই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন স্বয়ং অভিনেত্রী। তিনি পরিষ্কার জানিয়েছেন এরকম কোনও ছবির অফার তাঁর কাছে আসেনি। তিনি সানিয়া মির্জার চরিত্রে অভিনয় করছেন না। টেনিস তারকার বায়োপিক নিয়ে কোনও ছবি হচ্ছে কি না সে খবরই তাঁর কাছে নেই। এই খবরে স্বাভাবিকভাবে হতাশ হয়েছেন তাপসীর ফ্যানরা।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, বেশ কয়েক বছর ধরেই প্রযোজক রনি স্ক্রুওয়ালা সানিয়া মির্জার জীবনীর কপি রাইট কেনার চেষ্টা করছেন। কিন্তু সানিয়া খুব একটা রাজি হচ্ছেন না। প্রযোজককে ঝুলিয়ে রেখেছেন। প্রযোজকের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন সানিয়ার বায়োপিকে সানিয়ার নিজেরই অভিনয় করার ইচ্ছে। কিন্তু প্রযোজক খুব একটা রাজি নন। সেই কারণেই প্রজেক্টটি আটকে আছে।

অন্যদিকে তাপসীর ঝুলিতে একটা স্পোর্টস ফিল্ম আগে থেকেই আছে। বিশিষ্ট ক্রিকেটার মিথালি রাজের বায়োপিক নিয়ে তৈরি হচ্ছে ‘শাবাস মিঠু’। মিথালি রাজের ভূমিকায় অভিনয় করছেন তাপসী। পর্দায় মিথালি রাজকে ফুটিয়ে তুলতে জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন তাপসী। তাঁর হাতে এখন পর পর ছবি। সম্প্রতি তিনি পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে শেষ করলেন ‘দোবারা’-র কাজ। এরপর ‘রেশমি রকেট’, ‘হাসিন দিলরুবা’ এবং একটি দক্ষিণী ছবিও তাপসীর পাইপ লাইনে আছে।

আরও পড়ুন :এখন ছবি পিছু কত টাকা করে নিচ্ছেন সইফ আলি খান?

বলিউডে এখন স্পোর্টস ফিল্মের রমরমা। এক এক জন ক্রীড়াবিদের জীবনী উঠে আসছে ছবির পর্দায়। সম্প্রতি পরিণীতি চোপড়া অভিনীত ‘সাইনা’ রিলিজ করেছে। ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন সাইনা নেহওয়ালের বায়োপিক নিয়ে তৈরি হয়েছে এই ছবি। পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা ফারহান আখতারকে নিয়ে ‘তুফান’ বানিয়েছেন। এই ছবি একজন বক্সারের গল্প শোনাবে। খুব শীঘ্রই ছবিটি ওটিটিতে স্ট্রিমিং হবে। আবার লিজেন্ডারি ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের জীবনী নিয়ে তৈরি হচ্ছে ‘ময়দান’। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগণ।

Next Article