মিতালী রাজের বায়োপিকে অভিনয় করছেন তাপসী পান্নু। জোরকদমে চলছে প্রস্তুতি। ব্যাট হাতে নেট প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন অভিনেত্রী। সদ্যই নিজের ক্রিকেট প্র্যাকটিসেরই একটি ছবি টুইটে শেয়ার করেছেন তাপসী। হাতে পরা গ্লাভস। চোখেমুখে ফুটে উঠেছে আত্মপ্রত্যয়। ব্যাট হাতে বাইশ গজে দাঁড়িয়েই পোজ দিয়ে ছবি তুলেছেন অভিনেত্রী।
And romance with the bat n the ball has begun….
long way to go but a good start is half job done 🙂
This is going to be another milestone of sorts….
For our captain cool @M_Raj03 and all her #WomenInBlue ? ?? #ShabaashMithu @rahuldholakia @AndhareAjit @Viacom18Studios pic.twitter.com/8ZK5yNfGZK— taapsee pannu (@taapsee) January 27, 2021
এই ছবি শেয়ার করে টুইটে তাপসী লিখেছেন, “ব্যাট আর বলের সঙ্গে রোম্যান্স শুরু হল। অনেকটা পথ যেতে হবে। তাই শুরুটা ভাল হওয়া মানে অর্ধেক রাস্তা পেরিয়ে যাওয়া। আবার একটা মাইলস্টোন ছবি হতে চলেছে।” নিজের টুইটে মিতালী রাজকে ‘ক্যাপ্টেন কুল’ বলেও সম্বোধন করেছেন তাপসী। সেই সঙ্গে কুর্নিশ জানিয়েছেন, মিতালীর গোটা দলকে। তাঁদের উদ্দেশ্যে লিখেছেন, #WomenInBlue।
“I have always been asked who’s your favourite male cricketer but you should ask them who their favourite female cricketer is.” The statement that made every cricket lover pause n introspect that do they love the game or the gender playing it.@M_Raj03 you are a ‘Game Changer’ pic.twitter.com/2VlxYpXmSM
— taapsee pannu (@taapsee) January 29, 2020
Happy Birthday Captain @M_Raj03 On this Birthday, I don’t know what gift I can give you but this promise that I shall give it all I have to make sure you will be proud of what you see of yourself on screen with #ShabaashMithu
P.S- I’m all prepared to learn THE ‘cover drive’ pic.twitter.com/a8Ha6BMoFs— taapsee pannu (@taapsee) December 3, 2019
গত বছরই এই ছবির ফার্স্টলুক প্রকাশ্যে এনেছিলেন তাপসী। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, মিতালী রাজের বায়োপিক ‘সাবাশ মিঠু’-তে অভিনয় করতে চলেছেন তিনি। প্রসঙ্গত। সাংবাদিক সম্মেলনে মিতালীকে বলতে শোনা গিয়েছিল, “আমায় সবসময় শুনতে হয়েছে তোমার পছন্দের পুরুষ ক্রিকেটার কে? কিন্তু আমাদের বোধহয় তাঁদেরকেও (পড়ুন পুরুষ ক্রিকেটার) জিজ্ঞেস করা উচিৎ যে, তাঁদের পছন্দের মহিলা ক্রিকেটার কে?” মিতালীর এই মন্তব্য সমস্ত ক্রিকেট প্রেমীকে নতুন ভাবে ভাবতে শিখিয়েছে। তাপসীর কথায় তিনি একজন ‘গেম চেঞ্জার’। এবার সেই গেম চেঞ্জারের চরিত্রে অভিনয় করেই রুপোলি জগতের খেলা বদলাতে আসছেন তাপসী।
মিতালী রাজের বায়োপিক পরিচালনা করছেন রাহুল ঢোলাকিয়া। ২০১৯ সালে মিতালী রাজের জন্মদিন ৩ ডিসেম্বর প্রথম এই ছবির খবর প্রকাশ্যে এনেছিলেন তাপসী। অভিনেত্রী জানিয়েছিলেন, ক্যাপ্টেনের জন্মদিনে তাঁর তরফ থেকে এটাই উপহার। সেই সঙ্গে তাপসী এও জানিয়েছিলেন যে নিখুঁত ‘কভার ড্রাইভ’ শেখার চেষ্টা করছেন যাতে তাঁকে স্ক্রিনে দেখে গর্ব বোধ করেন মিতালী।