‘সত্যি বিষয়টা চ্যালেঞ্জের’, কী বললেন ‘মাই নেম ইজ জান’ টিমের তবলা বাদক প্রীতম

Nov 24, 2024 | 1:32 PM

My Name Is Jaan: ‘মাই নেম ইজ জান’ নাটকটি লিখেছেন অবন্তী চক্রবর্তী এবং টিভিনাইন নেটওয়ার্কের এম ডি ও সিইও বরুণ দাস। অবন্তী চক্রবর্তীর পরিচালনা। নাটকটির নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন রক্তিম গোস্বামী। নাটকের সঙ্গীত নির্দেশক জয় সরকার।

সত্যি বিষয়টা চ্যালেঞ্জের, কী বললেন মাই নেম ইজ জান টিমের তবলা বাদক প্রীতম

Follow Us

গোটা দেশের মানুষের কাছে এখন তিনি পৌঁছে দিচ্ছেন ‘মাই নেম ইজ জান: আ ট্রিবিউট টু দ্য টাইমলেস লেগাসি অফ গওহর জান’ নাটক। যা ২০২১ সাল থেকে থিমেয়ার প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। নাম ভূমিকায় অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। ২০২২ সালের পর ২ বছরের বিরতি। ২০২৪ সালে নয়া লুকে ফেরে এই নাটক। ‘স্টুডিয়ো নাইন’-এর উদ্যোগে ২৫ অক্টোবর মুম্বইয়ের বাল গান্ধর্ব রঙ্গ মন্দির অডিটোরিয়ামে এই বছরের প্রথম শো মঞ্চস্থ হয়। যেখানে উপস্থিত ছিলেন বলিউড তারকা অনুপম খের, টিভিনাইন নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। এখানেই থেমে থাকা নয়, একের পর এর রাজ্যে এই নাটক মঞ্চস্থ হচ্ছে। গ্লোবাল ট্যুরে সদ্য জার্মানির স্টুটগার্ট শহরে মঞ্চস্থ হয়ে গেল।

‘মাই নেম ইজ জান’, দিন দিন যেভাবে মানুষের ভালবাসা অর্জন করে চলেছে তবলা বাদক প্রীতম সত্যি আপ্লুত। টিমের সদস্য হয়ে তিনি গর্বিত। TV9 বাংলাকে বললেন, “এই টিমের একজন সদস্য হওয়াই আমার কাছে ভীষণ আনন্দের বিষয়। যেহেতু মঞ্চে থেকে পারফর্ম করছি, সেটা নিঃসন্দেহে ভাললাগার বিষয়। গওহর জান এমন এক চরিত্র, যেখানে প্রথম তাঁরই গান রেকর্ড করা হয়েছিল। সেই কাজটা আমরা নিজেরা করছি। এটা আমার কাছে খুব বড় পাওনা। এখানেই শেষ নয়, এই নাটককে নিয়ে যে আমরা দেশ থেকে বিদেশের দর্শকদের কাছে পৌঁছতে পারছি, সেটা আমাদের কাছে আরও এক বড় বিষয়। আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আর অর্পিতাদি ক্ষেত্রে বলব, মঞ্চে দাঁড়িয়ে গান, অভিনয়, সবটা ব্যালান্স করা, সত্যি খুব বড় বিষয়। কয়েকমুহূর্তে পোশাক পাল্টে ফেলা, সত্যি বিষয়টা চ্যালেঞ্জের। আমরা খুব আনন্দের সঙ্গে কাজটা করছি। যেখানে যা প্রয়োজন, যেখানটা ভাল করতে হবে আরও, সবটা খুব যত্ন নিয়ে দিদি আমাদের বুঝিয়ে দেন। যেহেতু অনেকদিন ধরে করছি, এই নাটক এখন আমার ভালবাসার জায়গায় পৌঁছে গিয়েছে। আবেগের জায়গায় পৌঁছে গিয়েছে।”

প্রসঙ্গত, ‘মাই নেম ইজ জান’ নাটকটি লিখেছেন অবন্তী চক্রবর্তী এবং টিভিনাইন নেটওয়ার্কের এম ডি ও সিইও বরুণ দাস। অবন্তী চক্রবর্তীর পরিচালনা। নাটকটির নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন রক্তিম গোস্বামী। নাটকের সঙ্গীত নির্দেশক জয় সরকার।

আগামীতে কোথায় কোথায় শো–

৬ ডিসেম্বর ২০২৪- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা

১৭,১৮ জানুয়ারি, ২০২৫- শ্রীরাম সেন্টার, দিল্লি

২৪ জানুয়ারি ২০২৫– হায়দরাবাদ

৮ ফেব্রুয়ারি ২০২৫- কলামন্দির, কলকাতা

২৩ ফেব্রুয়ারি ২০২৫- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা

১৩ এপ্রিল ২০২৫-দ্য রোজ, ব্রাম্পটন, কানাডা

Next Article