তামান্না ভাটিয়া। কেরিয়ারের শুরু থেকে তিনি স্থির করেছিলেন যে তিনি কোনও ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন না। এই কথা একাধিক সাক্ষাৎকারে বারবার জানিয়ে ছিলেন তিনি। তবে সেই শর্ত ভাঙল। যখন ভাঙল, তখন তা খবরের শিরোনামে জায়গা করে নিল। তামান্নার দুই সিরিজ তাক লাগিয়ে দিয়েছিল ভক্তদের। জি কারদা ও লাস্ট স্টোরিজ় ২,যেখানে বোল্ড তামান্নাকে দেখে চমকে গিয়েছিলেন সকলেই। সাহসী দৃশ্য আর বিতর্ক থাকবে না, তা কি হয়? তামান্নাকেও ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাষায় আক্রমণ সহ্য করতে হয়েছিল। একবার সেই প্রসঙ্গেই মুখ খুলেছিলেন অভিনেত্রী তামান্না। বারখা দত্তের সঙ্গে সাক্ষাৎকারে তামান্না জানিয়ে ছিলেন, ২০২৩ সালেও মানুষ এভাবে মানুষকে আক্রমণ করতে পারে ভেবেই তিনি আঁতকে উঠেছিলেন।
সেই সাক্ষাৎকারে তামান্না বলেছিলেন, ”যখন কোনও পুরুষ অভিনেতা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে, অশ্লীল চরিত্রে অভিনয় করে তখন তাঁরা প্রশংসা পেয়ে থাকেন। তাঁদের নামে সাধু সাধু করা হয়। কিন্তু যখন একজন অভিনেত্রী এই ধরনের চরিত্রে অভিনয় করে তখন তাঁদের কটাক্ষের শিকার হতে হয়, তাঁরা তখন খারাপ চরিত্রের হয়ে যান।”
এখানেই শেষ নয়, তামান্না এদিন আরও বলেন, ”আমি প্রথম থেকে যেমন বাণিজ্যিক ছবি করে এসেছি, তেমনটাই করতে পারতাম। কিন্তু আমি চেয়েছিলাম অভিনেত্রী হিসেবে এগিয়ে যেতে। নিজের কোমফোর্ট জ়োনের বাইরে বেরিয়ে কাজ করতে চেয়েছি। বর্তমানে ভারতে যে ধরনের কনটেন্ট তৈরি হচ্ছে, তা গোটা বিশ্ব দেখছে। তাই চরিত্রের চাহিদায় নিজেকে ভাঙার অর্থ এমন কথার শোনা কখনই কাম্য নয়।”