AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিয়ে করলেন ‘খুকুমণি’ দীপান্বিতা, পাত্র কে জানেন?

ব্যক্তিগত জীবনকে বরাবরই গোপনে রাখতেন দ্বীপান্বিতা। সোশাল মিডিয়াতেও কখনও এসব ফলাও করেননি। প্রথম থেকেই চেয়েছিলেন বিয়েটা হবে একেবারেই ছিমছামভাবে। যেমন ভাবা তেমনি বিয়ে। ঘনিষ্ঠদের সঙ্গে নিয়ে সই বিয়ে সারলেন দ্বীপান্বিতা ও গৌরব। সেই ছবিই সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন দ্বীপান্বিতা।

বিয়ে করলেন 'খুকুমণি' দীপান্বিতা, পাত্র কে জানেন?
| Updated on: Dec 17, 2025 | 1:59 PM
Share

আগে থেকেই খবরে ছিল ডিসেম্বর মাসে বিয়ে করতে চলেছেন টেলিপর্দার জনপ্রিয় মুখ দ্বীপান্বিতা রক্ষিত। দর্শক অবশ্য তাঁকে চেনেন খুকুমণি হিসেবে। সেই খুকুমণিই এবার বিয়ে সারলেন। পাত্র দ্বীপান্বিতার দীর্ঘদিনের প্রেমিক গৌরব দত্ত। মঙ্গলবার সন্ধ্যায় দুজনে সারলেন আইনি বিয়ে।

দ্বীপান্বিতার স্বামী গৌরব একেবারেই বিনোদন জগতের লোক নয়। পেশায় তিনি পশুচিকিৎসক। দুজনের পোষ্য প্রেমই, কাছে এনেছে দুজনকে। আর তার থেকেই একসঙ্গে থাকার সিদ্ধান্ত।

ব্যক্তিগত জীবনকে বরাবরই গোপনে রাখতেন দ্বীপান্বিতা। সোশাল মিডিয়াতেও কখনও এসব ফলাও করেননি। প্রথম থেকেই চেয়েছিলেন বিয়েটা হবে একেবারেই ছিমছামভাবে। যেমন ভাবা তেমনি বিয়ে। ঘনিষ্ঠদের সঙ্গে নিয়ে সই বিয়ে সারলেন দ্বীপান্বিতা ও গৌরব। সেই ছবিই সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন দ্বীপান্বিতা। ছবিতে দেখা গিয়েছে, দ্বীপান্বিতার পরনে সোনালি রঙের টিস্যু সিল্কের শাড়ি। সঙ্গে মানানসই গয়না। অন্যদিকে, গৌরব পরেছিলেন সোনালি রঙের পাঞ্জাবি। হীরের আংটিতেই হল দুজনের আংটি বদল।

দ্বীপান্বিতা এই মুহূর্তে টেলিপর্দার ব্যস্ততম অভিনেত্রী। সাঁঝের বাতি ধারাবাহিকে নজর কেড়েছিলেন তিনি। তবে খুকুমণি হোম ডেলিভারি ধারাবাহিক দিয়ে জনপ্রিয় হয় সবচেয়ে বেশি। স্টার জলসার নতুন ধারাবাহিকেও দেখা যাবে তাঁকে। তারই মাঝে জীবনের নতুন ইনিংস শুরু করলেন দ্বীপান্বিতা।