স্নেহা সেনগুপ্ত
‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’ এবং ‘ওম নমঃ শিবায়’ সিরিয়ালটি সম্প্রচারিত হয়েছিল একটি জনপ্রিয় বাংলা চ্যানেলে। সেখানে শ্রীকৃষ্ণ এবং মহাদেব দুটি চরিত্রেই অভিনয় করেছিলেন ছোট পর্দার জনপ্রিয় গৌরব মন্ডল। মাইথোলজিভিত্তিক গল্পেই মূলত দর্শক দেখেছেন তাঁকে। লাগাতার ভগবানের চরিত্রে অভিনয় করে দর্শকের মনেও নিজের জন্য আলাদা স্নেহ ও ভক্তির জায়গা করে নিয়েছিলেন এই অভিনেতা। রাস্তা-ঘাটে দেখে চিনতে পারলে কিছু মানুষ পা ধরে প্রণামও করেছেন তাঁকে। এ হেন গৌরবকে নাকি এবার দেওয়া হয়েছে মহিষাসুরের চরিত্র। ভগবানের ভূমিকায় দেখার পর তাঁকে অসুর রূপে দেখে দর্শক মেনে নেবেন তো? কৃষ্ণ-শিবের চরিত্রে অভিনয় করে হঠাৎ অসুর সেজে কীই বা বলছেন গৌরব? খোঁজ নিল TV9 বাংলা।
যে জনপ্রিয় টিভি চ্যানেলে সম্প্রচারিত হত ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’ এবং ‘ওম নমঃ শিবায়’, সেই চ্যানেলেরই এবারের মহালয়ার অনুষ্ঠান ‘মহিষাসুরমর্দিনী’তে মহিষাসুর সেজে উপস্থিত হবেন গৌরব। দেবী দুর্গার চরিত্রে অভিনয় করছেন কোয়েBল মল্লিক। এই মহিষাসুরমর্দিনীর প্রযোজক সুরিন্দর ফিল্মস। ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’ এবং ‘ওম নমঃ শিবায়’-এরও প্রযোজক সুরিন্দরই। একই অঙ্গে ঈশ্বর এবং অসুর, বিষয়টি গৌরবের কাছে কীরকম? প্রশ্ন করায় গৌরবের উত্তর:
“আপনার মতোই আমাকে এই প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় করেছেন কেউ-কেউ। অভিনেতা হিসেবে বলব, এই বাছবিচার আমার থাকা উচিত না। সব ধরনেরই চরিত্র করা দরকার। যে নায়ক হয়, সে কি অন্য কোথাও খলনায়ক হয় না? এ ছাড়া বলব, মাইথোলজিতেও কিন্তু ডেমি-গড কিংবা অসুররা শ্রীকৃষ্ণেরই ভক্ত। অসুরের জন্ম হয়েছিল কারও না-কারও হাতে মুক্তি পাওয়ার জন্য। তাঁরা প্রত্যেকেই কর্মের দ্বারা মোক্ষ লাভ করতে চেয়েছিলেন। মহিষাসুরের বিষয়টাও তাই। দেবী দুর্গা এসে তাঁকে মোক্ষ লাভ করায়। তাঁকে মুক্তি দেয়। সুতরাং, আমি আগে ভগবানের চরিত্রে অভিনয় করেছি, এখন অসুর হলাম, এই পৃথকতায় আমি থাকতে চাই না।”
কোয়েল মল্লিকের সঙ্গে অভিনয় করে দারুণ খুশি গৌরব। তিনি বলেছেন, “যা ভেবেছিলাম, তার চেয়েও বেশি সুইট কোয়েল। তিনি ভীষণই নম্র এবং ভদ্র প্রকৃতির মানুষ। এমন মানুষ সচরাচর দেখাই যায় না। আমার কাজ করে খুব ভাল লেগেছে।”