Anindita Raychaudhury: সাবিত্রী এবং রত্নার সঙ্গে বসে আজকের নারীর সংজ্ঞা ঠিক করলেন অনিন্দিতা

Anindita Raychaudhury: গত ১০ বছর ধরে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অনিন্দিতা রায় চৌধুরি। কেরিয়ার শুরু করেছিলেন ক্যামেরার নেপথ্যে।

Anindita Raychaudhury: সাবিত্রী এবং রত্নার সঙ্গে বসে আজকের নারীর সংজ্ঞা ঠিক করলেন অনিন্দিতা
সাবিত্রী এবং রত্নার সঙ্গে অনিন্দিতা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2021 | 9:23 AM

একদিকে সাবিত্রী চট্টোপাধ্যায়। একদিকে রত্না ঘোষাল। দুই প্রবাদপ্রতিম শিল্পীর মাঝে বসে অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরি। জনপ্রিয় ধারাবাহিক ধুলোকণায় এই দুই বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন অনিন্দিতা। প্রতি মুহূর্তে তাঁদের দেখে অভিনয় শিখছেন। শুধু তাই নয়, শিখছেন জীবনের পাঠও।

বৃহস্পতিবার সকালে সেট থেকে এই ছবি শেয়ার করেছেন অনিন্দিতা। ক্যাপশনে তিনি লিখেছেন, “আগের দিনে একটা তো নয় করত পুরুষ দশটা বিয়ে, গায়ের জোরে দাসী করে পা টেপাতো বৌকে দিয়ে। সেদিন গেছে আজকে নারী আগের মত নেইতো বোকা! তাদের নিয়ে বন্দী করে এখনও কি দেবে ধোঁকা? আহা শেষ হয়েছে নারীদের সেই শাসন-ঘানি টানা এবার নিজেই খুঁজে দেখুন কোথায় পাগলাগারদখানা।”

গত ১০ বছর ধরে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অনিন্দিতা রায় চৌধুরি। কেরিয়ার শুরু করেছিলেন ক্যামেরার নেপথ্যে। এখন তিনি অভিনেত্রী। বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘ধুলোকণা’য় অভিনয় করছেন অনিন্দিতা। এই ‘ধুলোকণা’য় ‘চান্দ্রেয়ী’ চরিত্রটি পুরোপুরি নেগেটিভ। এই ধারাবাহিকেই কিংবদন্তী সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন তিনি। এ বিষয়ে TV9 বাংলাকে আগেই অনিন্দিতা বলেছিলেন, “সাবুদিকে দেখলেই আমার মনে হয়, ‘ধন্যি মেয়ে’, ‘মৌচাক’, ‘মরুতীর্থ হিংলাজ’, যে জীবনটা সাদা কালো পর্দায় দেখেছি, সেটাতে উনি ছিলেন। ভয়ঙ্কর অভিনেত্রী। একসঙ্গে স্ক্রিন শেয়ার করলে ভয়ে থাকি। সারাক্ষণ মজা করেন। ফ্লোর মাতিয়ে রাখেন। ওঁর বয়স নিয়ে কেউ কিছু বলতে পারি না আমরা। নিজেদেরই লজ্জা করে। যে এনার্জি দেখান, আমার তো মনে হয়, নিজে এই বয়সে পৌঁছবই না।”

মার্জিত সাজ, সুন্দর শাড়ি, লম্বা বেনুনির চান্দ্রেয়ী। বাড়ির লোকের সঙ্গে মোটেই ভাল ব্যবহার করেন না তিনি। কাটা ঘায়ে নুনের ছিটে দিতে ওস্তাদ। বাড়ির লোককেই কথা শোনাতে ছাড়েন না, তো ফুলঝুরি কোন ছাড়! ফুলঝুরিকে মোটেই পছন্দ করেন না। আর সেটা বুঝিয়েও দেন। চোখের জল ফেলে ফুলঝুরি। কষ্ট পায়।

অনস্ক্রিন চান্দ্রেয়ী এবং ফুলঝুরি ঠিক এমনই। সৌজন্যে ধারাবাহিক ‘ধুলোকণা’। ফুলঝুরির চরিত্রে প্রাণ প্রতিষ্ঠা করেছেন অভিনেত্রী মানালি মনীষা দে। অনস্ক্রিনে দর্শক চান্দ্রেয়ী এবং ফুলঝুরিকে যেমন দেখেন, অফস্ক্রিনে অনিন্দিতা এবং মানালির সম্পর্কটা ঠিক উল্টো। ২০১৬ থেকে শুরু হয়েছে তাঁদের বন্ধুত্ব। একসঙ্গে পথ চলা। সেই অফস্ক্রিন বন্ধুত্ব আজও অটুট।

‘ধুলোকণা’ ছাড়া এই মুহর্তে লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা ‘দেশের মাটি’ ধারাবাহিকেও অনিন্দিতার অভিনয় দেখছেন দর্শক। সেখানে তিনি নোয়ার (অভিনেত্রী শ্রুতি দাস) মা। সেই চরিত্রেও ছক ভাঙা কাজ করেছেন অনিন্দিতা। আর পারফরম্যান্স দিয়ে তার যোগ্য মর্যাদা দিচ্ছেন তিনি।

আরও পড়ুন, Samantha Prabhu: বিবাহ বিচ্ছেদের পর প্রথম ছবি পোস্ট করে সামান্থা লিখলেন, ‘পুরনো ভালবাসার গান’