Bigg Boss 16: চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার, কাঠগড়ায় ‘বিগবস’, অখুশি সলমনও

Bigg Boss 16: এই সিজন প্রথম থেকেই বিতর্কের মুখে। সাজিদ খান এই সিজনে অংশ নিয়েছেন, যার বিরুদ্ধে বলিউডের প্রায় দশ জন মডেল-অভিনেত্রী বিভিন্ন সময়ে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন।

Bigg Boss 16: চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার, কাঠগড়ায় 'বিগবস', অখুশি সলমনও
অখুশি সলমনও
Follow Us:
| Edited By: | Updated on: Oct 15, 2022 | 4:59 PM

বিগবসের এই সিজন শুরু থেকেই আলোচনার একেবারে কেন্দ্রে। শো’টির বিরুদ্ধে একের পর এক উঠছে অভিযোগ। কখনও বামন প্রতিযোগী আব্দুকে শো’র অন্যতম প্রতিযোগী টিনা দত্তের জোর করে চুম্বন আবার কখনও বা সাজিদ খান কাণ্ড– উঠে আসছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার আবারও চর্চায় ওই শো, নেপথ্যে চিকিৎসককে অপমান! কাঠগড়ায় শো’র অপর প্রতিযোগী শালিন ভানোট। চ্যানেলের তরফে যে নতুন প্রোমো প্রকাশ পেয়েছে তাতে দেখা গিয়েছে, শালিন এক চিকিৎসকে রীতিমতো কলার ধরে বলছেন, “তুমি মোটেই যোগ্য নও”।

শালিনের ওই ব্যবহার নজর এড়ায়নি সলমনেরও। প্রোমোতে দেখা গিয়েছেন শালীনের উপর রীতিমতো বিরক্ত তিনি। প্রয়োজনে তাঁকে প্রহারের ইঙ্গিতও দিয়ে রেখেছেন সলমন। পাল্টা শালীনকে তাঁর প্রশ্ন, “তোমার কি যোগ্যতা? তুমি কী পড়াশোনা করেছ”? শালীন আত্মপক্ষ সমর্থন করতে গেলেও সে সুযোগই তাঁকে দেননি ভাইজান।

এই সিজন প্রথম থেকেই বিতর্কের মুখে। সাজিদ খান এই সিজনে অংশ নিয়েছেন, যার বিরুদ্ধে বলিউডের প্রায় দশ জন মডেল-অভিনেত্রী বিভিন্ন সময়ে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। সাজিদকে শো থেকে বাদ দেওয়ার ডাকও উঠেছে। র‍্যাচেল হোয়াইট, অভিনেত্রী সিমরান সুরি, শারলিন চোপড়া, ডিম্পল পালের মতো তারকারা যারা কোনও না কোনও সময়ে সাজিদের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন তাঁরা সরাসরি প্রতিবাদ করছেন। শারলিন প্রকাশ্যেই অভিযোগ করেন, সাজিদ নাকি যৌনাঙ্গ দেখিয়েছিলেন তাঁকে। তিনি লেখেন, “ওই লোকটি তাঁর গোপনাঙ্গ আমার সামনে মেলে ধরে তা দশের মধ্যে নম্বর দেওয়ার জন্য বলে।” সেই সাজিদই আবার বিগবসে কী করে যেতে পারে সে দাবি তুলে ঘটনায় সলমন খানকেও পক্ষ নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে শারলিনের তরফে। একদিকে যখন সাজিদকে নিয়ে যখন চলছে চর্চা তখন বয়কটের ডাক উঠল শালীনকে ঘিরে। এই দুই প্রতিযোগীকে নিয়ে আগামী দিনে কী সিদ্ধান্ত নেন ভাইজান এখন সেটাই দেখার।