KBC: অমিতাভকে কলেজ ও কলকাতায় ফিরিয়ে নিয়ে গেলে কৃতি শ্যানন
প্রথম জীবনে কলকাতায় থাকতেন কলকাতার 'জামাই' অমিতাভ। সেখানে শিপিং ফার্ম 'বার্ড অ্যান্ড কোম্পানি'তে চাকরিও করতেন তিনি।
তাঁর আসন্ন ছবির নাম ‘হাম দো হামারে দো’। কৃতি শ্যানন অভিনয় করছেন তাতে। বিপরীতে রয়েছেন রাজকুমার রাও। নকল মা-বাবা সাজিয়ে পাত্রীর কাছে উপস্থাপন করে বিয়ে করার ঘটনা কমেডির মোড়কে বলবে এই ছবি। রয়েছেন পরেশ রাওয়াল, রত্না পাঠক শাহের মতো অভিজ্ঞ অভিনেতারাও।
ছবির প্রচারে অত্যন্ত ব্যস্ত কৃতি। গিয়েছিলেন ‘কৌন বানেগা ক্রোড়পতি ১৩’তে। কে না জানেন, শোয়ের হোস্ট আর কেউ নন, অমিতাভ বচ্চন। মঙ্গলবারই শোয়ের কিছু মুহূর্তের ছবি বিগ বি পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
যে সে ছবি নয়। কেবিসিতে গিয়ে কৃতির সঙ্গে বলরুম নাচ করেছেন অমিতাভ। সেই নাচের ছবি পোস্ট করেছেন মেগা তারকা সঞ্চালক। সুন্দর লাল গাউন পরেছিলেন কৃতি। অমিতাভ লিখেছেন, “লাল পোশাকে সুন্দরী লেডি। সুন্দরী অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গে বলরুম নাচ করছি। কলেজ ও কলকাতার কথা মনে পড়ে গেল।”
প্রথম জীবনে কলকাতায় থাকতেন কলকাতার ‘জামাই’ অমিতাভ। সেখানে শিপিং ফার্ম ‘বার্ড অ্যান্ড কোম্পানি’তে চাকরিও করতেন তিনি। তারপর ডেবিউ করেন অভিনয়ে। নৈনিতালের শেরউড কলেজে পড়াশোনা করেছেন। নয়া দিল্লির কিরোরি মাল কলেজেও পড়েছেন।
বেশকিছু ছবি পাইপলাইনে আছে অমিতাভের। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’তে কাজ করেছেন তিনি। সেই ছবিতে অমিতাভের কো-স্টাররা হলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। স্পোর্টস ড্রামা ‘ঝুন্ড’-এ দেখা যাবে তাঁকে। হলিউড ছবি ‘দ্যা ইনটার্ন’-এর হিন্দি রিমেকে কাজ করবেন অমিতাভ। সেই ছবিতে ফের দীপিকা পাড়ুকোনের সঙ্গে কাজ করবেন বিগ বি। বিকাশ বাহলের আসন্ন ছবি ‘গুডবাই’তেও কাজ করেছেন। সম্প্রতি মুক্তি পায় ‘চেহরে’। ছবিতে অমিতাভের সঙ্গে কাজ করেছেন ইমরান হাশমি।
অন্যদিকে ‘আদিপুরুষ’, ‘ভেড়িয়া’, ‘গণপথ’, ‘বচ্চন পাণ্ডে’র মতো ছবি মুক্তির প্রতিক্ষায় আছে। এর আগে ‘মিমি’, ‘দিলওয়ালে’, ‘বারেলি কি বরফি’, ‘রাবতা’, ‘অর্জুন পাটিয়ালা’, ‘হাউজ়ফুল ৪’, ‘পানিপথ’, ‘লুকা ছুপি’তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন কৃতি।
আরও পড়ুন: Shreema Bhattacharya: একমাথা সিঁদুর নিয়ে কীসে আশ্রয় খুঁজলেন শ্রীমা?
আরও পড়ুন: Arshiya Mukherjee: “মায়ের রুটি গোল, বাবার পয়সাও গোল”, এই সব বলতে বলতে উত্তাল নাচ ‘ভুতু’র
আরও পড়ুন: Monami Ghosh: “ঠিক মতো ধরলে এটি হতে পারে অস্ত্র”, নতুন ‘অস্ত্র’ নিয়ে কী করলেন মনামী?