‘দুর্ভোগ পোহাতে হচ্ছে’, মুখ খুললেন নেহা কক্করের প্রাক্তন হিমাংশ

May 24, 2021 | 11:56 PM

বর্তমানে পরিবারের সঙ্গে দিল্লিতে রয়েছেন হিমাংশ। তবে শুধু পেশাগত জীবনেই নয়, ব্যক্তিগত জীবন নিয়েও দিন কয়েক আগে মুখ খুলেছিলেন তিনি। কথা বলেছিলেন নেহার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে।

দুর্ভোগ পোহাতে হচ্ছে, মুখ খুললেন নেহা কক্করের প্রাক্তন হিমাংশ
হিমাংশ।

Follow Us

বিচ্ছেদের ধাক্কা কাটিয়ে আবারও সিনেমায় ফিরেছিলেন হিমাংশ। কিন্তু কিছুই যেন ঠিক হচ্ছে না তাঁর জীবনে। গত বছর থেকে শুটিং শুরু হলেও পদে পদে বাধা।

‘বুন্দি রায়তা’ বলে এক ছবিতে অভিনয় করছেন হিমাংশ। তাঁর কথায়, “এমন এক একটা সময় আসে যখন তোমার কাজ থেকে আবার থাকে না। এমন সময় আসে যেখানে জীবনে বড় বড় সুযোগ আসে। ছবির ক্ষেত্রে আবারও সেই সুযোগ আমি ফিরে পাচ্ছিলাম। গত বছর থেকে আবার শুটিং শুরু করি। কিন্তু লকডাউনের কারণে তা বন্ধ হয়ে যায়। এই বছরের শুরুতে সেই শুটিং শুরু হলে আবার করোনার দ্বিতীয় ঢেউ।” তিনি যোগ করেন, বারংবার পিছিয়ে যাওয়ার জন্য নতুন কাজও নিতে পারছেন না তিনি। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁকে।


বর্তমানে পরিবারের সঙ্গে দিল্লিতে রয়েছেন হিমাংশ। তবে শুধু পেশাগত জীবনেই নয়, ব্যক্তিগত জীবন নিয়েও দিন কয়েক আগে মুখ খুলেছিলেন তিনি। কথা বলেছিলেন নেহার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে।

তিনি বলেন, “২০১৮ থেকে হয়ে আসছে। নেহা মুভঅন করে গিয়েছে। খুশি রয়েছে। আমিও খুশি ওঁর জন্য। নিজের জন্যও খুশি আমি। অনেকেই মনে করেন আমি খুব খারাপ মানুষ। কিন্তু আমি জানি আমি কী। আমি কাউকে দোষ দিতে চাই না। আমি রেগে ছিলাম। কিন্তু তাও কিছু পোস্ট করিনি।” তিনি আরও যোগ করেন যদি সত্যি তিনি খারাপ কিছু করে থাকতেন তবে রাত্রে শান্তিতে ঘুমোতে পারতেন না। নেহা সম্পর্কে তাঁর বক্তব্য, “আমাদের মধ্যে ভালবাসা নেই। নেই ঘৃণাও।”

২০১৪ সালে প্রেমের সূত্রপাত হয়েছিল নেহা-হিমাংশের। বিচ্ছেদ হয়ে যায় ২০১৯ সালে। বিচ্ছেদের পর নেহা লিখেছিলেন, “হ্যাঁ আমি মানসিক অবসাদে রয়েছি। আমায় এত খারাপ দিন দেখানোর জন্য তোমায় অনেক ধন্যবাদ। তুমি সফল হয়েছ।”

Next Article