ভেরিফায়েড ইনফরমেশন শেয়ার করুন, বেঁচে থাকলে সমালোচনার সুযোগ পাবেন: মধুরিমা
গুরুত্বপূর্ণ নম্বর শেয়ার করে তা বহু মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন একদল সোশ্যাল ইউজার। মধুরিমাও আন্তরিক ভাবেই সে কাজ করতে গিয়ে কিছু বাধার সম্মুখীন হয়েছেন। তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেন তিনি।
‘মোহর’ ধারাবাহিকের ‘শ্রেষ্ঠা’। অথবা ‘শ্রীময়ী’ ধারাবাহিকের ‘কেয়া’ হিসেবে আপনি তাঁকে প্রতিদিনই টেলিভিশনের পর্দায় দেখেন। তিনি অর্থাৎ অভিনেত্রী (Actress) মধুরিমা বসাক (Madhurima Basak)। কোভিড (covid 19) যখন সুনামির মতো আছড়ে পড়েছে, তখন অনেকের মতোই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু তাতেও কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন। তা নিয়েই এ বার মুখ খুললেন অভিনেত্রী।
করোনা যেভাবে বিপর্যয়ের আকার নিয়েছে, এই পরিস্থিতিতে কোনও সংগঠনের ছাতা ছাড়াই সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। কেউ চিকিৎসক, হাসপাতালের বেড, অক্সিজেন, অ্যাম্বুলেন্সের হদিশ দিচ্ছেন। অর্থাৎ প্রয়োজনীয় নম্বর শেয়ার করছেন। কেউ বা রান্না করে যাঁদের প্রয়োজন, তাঁদের কাছে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আর এই গুরুত্বপূর্ণ নম্বর শেয়ার করে তা বহু মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন একদল সোশ্যাল ইউজার। মধুরিমাও আন্তরিক ভাবেই সে কাজ করতে গিয়ে কিছু বাধার সম্মুখীন হয়েছেন। তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেন তিনি।
View this post on Instagram
মধুরিমার কথায়, “অনেকে মনে করছেন আমি শুধু ইনফেরমেশন পাস করছি বা এর, ওর পোস্ট ফেসবুকে শেয়ার করছি। আমি কিন্তু কাজ করছি। সকাল ১০টায় কল ছিল। রাত ১১টা পর্যন্ত কাজ চলবে। এর মাঝে যে ব্রেক পাচ্ছি, তখন কল করে নম্বর ভেরিফাই করার চেষ্টা করছি। আপনাদের বুঝতে হবে, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনে কিছু না কিছু সীমাবদ্ধতা রয়েছে। ভেরিফায়েড ইনফরমেশন হতে হবে। সকলের কাছে এখন ফোন করে নম্বর চেক করার সময় নেই। ভেরিফায়েড নম্বর শেয়ার করুন। আমরা যদি বেঁচে থাকি, ক্রিটিসাইজ করার জন্য পরে অনেক সময় পাব বিশ্বাস করুন। পাশে থাকুন।”
বহু নম্বর শেয়ার হচ্ছে ঠিকই। কিন্তু তার কতগুলো বাস্তবে কার্যকর, নম্বর শেয়ারের আগে তা যাচাই করে নেওয়ার অনুরোধ করেছেন মধুরিমা। কারণ যাঁর সত্যিই প্রয়োজন, তাঁর পক্ষে প্রয়োজনের সময় নম্বর যাচাই করা সম্ভব নয়। অন্যদিকে সমালোচনাও হচ্ছে। মধুরিমার অনুরোধ, আপাতত বাঁচার লড়াই। সমালোচনার জন্য তো পরেও সময় পাওয়া যাবে। বহু অনুরাগী তাঁর এই বক্তব্যকে সমর্থন করেছেন।
আরও পড়ুন, ‘বলিউডে প্রিয়াঙ্কার জন্য কোনও কাজ পাইনি’, বিস্ফোরক বোন মীরা!