Mahalaya 2023: উমা দিতিপ্রয়া, শিব অভিষেক— ‘ফুলকি’, ‘গৌরী’, ‘জগদ্ধাত্রী’রা কী হচ্ছেন?

Mahalaya 2023: এই বছর জি-বাংলার মহালয়ে উমার ভূমিকায় দেখা যাবে দিতিপ্রয়া রায়কে। এ খবর আগেই আপনাকে জানিয়েছিল টিভিনাইন বাংলা।

Mahalaya 2023: উমা দিতিপ্রয়া, শিব অভিষেক--- 'ফুলকি', 'গৌরী', 'জগদ্ধাত্রী'রা কী হচ্ছেন?
'ফুলকি', 'গৌরী', 'জগদ্ধাত্রী'রা কী হচ্ছেন?
Follow Us:
| Edited By: | Updated on: Sep 04, 2023 | 7:10 PM

এই বছর জি-বাংলার মহালয়ে উমার ভূমিকায় দেখা যাবে দিতিপ্রয়া রায়কে। এ খবর আগেই আপনাকে জানিয়েছিল টিভিনাইন বাংলা। শিব হচ্ছেন অভিষেক বসু, সে খবরও অজানা নয়। কিন্তু বাকিরা? অর্থাৎ ‘ফুলকি’, ‘জগদ্ধাত্রী’দের কোন ভূমিকায় দেখা যাচ্ছে জানেন? রইল সেই হদিসই। এই বছর দেবী কালিকার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শ্রুতি দাসকে। অন্যদিকে দেবী ব্রাহ্মণী হচ্ছেন ‘গৌরী’ ওরফে মোহনা মাইতি। মোহনা ভাল নাচ করেন। সে গুণও কাজে লাগতে চলেছে এখানে।

দেবী কার্তিকী হিসেবে দেখা যাবে ‘নিম ফুলের মধু’র পর্ণাকে। ওই চরিত্রে অভিনয় করছেন পল্লবী শর্মা। অন্যদিকে দেবী শিবা হচ্ছেন শ্বেতা ভট্টাচার্য । পিছিয়ে নেই মিতুল ওরফে আরাত্রিকাও। তাঁকে দেখা যাবে দেবী রক্তদন্তিকার ভূমিকায়। আর ফুলকি ওরফে দিব্যাণী মণ্ডল হচ্ছেন দেবী লক্ষ্মী। দেবী চামুন্ডার ভূমিকায় দেখা যাবে শ্রাবণী ভুঁইয়াকে, যাকে এই মুহূর্তে দেখা যাচ্ছে ‘মুকুট’ ধারাবাহিকে। এই মুহূর্তে জি-বাংলার সবচেয়ে বেশি টিআরপি প্রাপ্ত ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। ওই ধারাবাহিকের মুখ্য চরিত্রে থাকা অঙ্কিত মল্লিককেই দেখা যাবে মহিষাসুরমর্দিনীর ভূমিকায়। অন্যদিকে অসুর হচ্ছে ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত অর্ণব। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে শুটিং। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।

মহালয়ার আর দু’মাসও বাকি নেই। প্রতি মহালয়ার ভোরে সংশ্লিষ্ট চ্যানেলগুলি নিয়ে আসেন মহিষাসুরমর্দিনী। এ তো গেল জি বাংলার কথা। স্টার জলসায় এবার দুর্গা কোয়েল মল্লিক, অন্যদিকে কালারসের দুর্গা হিসেবে শোনা যাচ্ছে কৌশানী মুখোপাধ্যায়ের নাম।