Mithai Last Episode: মিষ্টি মুখেই বিদায়, শেষ দিনেও ভক্তদের আর্জি, ‘ফিরে আসুক মিঠাই পরিবার’
Mithai: শেষ দিনে সেটে ধরা দিল এক অন্য ছবি। মিষ্টি পরিবারের হাতে পাতে গুচ্ছের মিষ্টি। মিঠাই-সিদ্ধার্থের একসঙ্গে রান্না করা, পরিবারের সকলে মিলে ড্রইংরুমে বসে মিষ্টি খাওয়ার মুহূর্তে ভাসল নেটপাড়া।
১১ জুন, শেষ হওয়ার কথা ছিল মিঠাই ধারাবাহিকের। তবে নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। ৯ জুন অর্থাৎ শুক্রবার শেষ হচ্ছে মিঠাই। এই ধারাবাহিককের শেষ পর্বে ভক্তদের জন্য থাকছে চমক। এদিন সন্ধ্যে ছটায় দেখা যাবে শেষবারের মতো মিঠাই পরিবারকে। এদিন অপারেশন থিয়েটারে ঘটবে ম্যাজিক। বাদ দিতে হবে না মিঠাইয়ের হাত। এরপরই খুশি ফিরবে মিঠাই পরিবারে। তারপরই একসঙ্গে মিষ্টি বানাতে দেখা যাবে জুটিকে। ঝড়ের গতিতে ভাইরাল সেই ক্লিপিং। মিঠাই ধারাবাহিকের শেষ হচ্ছে। টানা দুই বছর পর এবার ইতি টানল মোদক পরিবার।
শেষ দিনে সেটে ধরা দিল এক অন্য ছবি। মিষ্টি পরিবারের হাতে পাতে গুচ্ছের মিষ্টি। মিঠাই-সিদ্ধার্থের একসঙ্গে রান্না করা, পরিবারের সকলে মিলে ড্রইংরুমে বসে মিষ্টি খাওয়ার মুহূর্তে ভাসল নেটপাড়া। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো সামনে আসতেই তা সকলের নজর কাড়ে। তবে কমেন্টে সেকশনে চোখ রাখলেই দেখা মিলবে বিষাদের সুর। কারও মুখে নেই হাসি, সকলেরই একটাই আর্জি বা প্রশ্ন, কেন শেষ করে দেওয়া হল মিঠাই ধারাবাহিক? কেউ লিখলেন, মিঠাই, কী মায়ায় বেঁধেছো আমায়, কীভাবে কাটাবো? কেউ লিখলেন, আমার দেখা নম্র ভদ্র রোমান্টিক ফ্যামিলি ড্রামা মিঠাই।
প্রসঙ্গত, গত তিন মাস ধরেই মিঠাই নিয়ে চর্চা তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল মিঠাই ধারাহিকের প্রতিটা খবর। জল্পনা শোনা গিয়েছিল এই ধারাবাহিক নাকি বন্ধ হতে চলেছে। কিন্তু আদপে তেমনটা হয়নি। মিঠাই ধারাবাহিক কবে শেষ হচ্ছে, তা নিয়ে প্রশ্ন ভক্তদের মনে শেষ পর্যন্ত থেকে গিয়েছে। চলতি সপ্তাহ পুরোটাই দেখা যাবে মিঠাই ধারাবাহিক। এমনই খবর ছিল। কারণ ১২ তারিখ থেকে পাল্টে যাচ্ছিল সমস্ত শিডিউল। তবে এবার জানা যাচ্ছে আর মাত্র দুটো দিন মিঠাই ধারাবাহিক সম্প্রচার হবে। অর্থাৎ ৯ জুন, শেষ হয়ে যাবে মিঠাই ধারাবাহিক। আর এই খবর যেন মেনে নিতে পারছেন না ভক্তরা। এও কি সম্ভব! তবে কিছুদিন আগেই এই ধারাবাহিক থেকে বেশ কিছুটা বিরতি নিয়েছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই খবর। এবার শেষ দিন এসে আবেগঘন ভক্তমহল।
View this post on Instagram