Sabyasachi Chowdhury: কাজে ফিরছেন সব্যসাচী, নতুন ধারাবাহিকে দেখা যাবে কোন চরিত্রে?

Sabyasachi Chowdhury: অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা চলে যাওয়ার এক মাস পার হয়ে গিয়েছে। তবে প্রেমিকা প্রয়াত হওয়ার পর কার্যত নিজেকে গুটিয়েই নিয়েছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী ।

Sabyasachi Chowdhury: কাজে ফিরছেন সব্যসাচী, নতুন ধারাবাহিকে দেখা যাবে কোন চরিত্রে?
সব্যসাচী চৌধুরী
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2022 | 2:13 PM

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা চলে যাওয়ার এক মাস পার হয়ে গিয়েছে। তবে প্রেমিকা প্রয়াত হওয়ার পর কার্যত নিজেকে গুটিয়েই নিয়েছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী । সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছেন। ঘনিষ্ঠরা জানাচ্ছেন, আজকাল ফোনেও তাঁকে পাওয়া যেন দুষ্কর। তবে এরই মধ্যে টেলিপাড়ায় গুঞ্জন ভাসছে, নতুন ধারাবাহিকের অফার পৌঁছেছে তাঁর কাছে। সুরিন্দর ফিল্মসের আগামী প্রজেক্ট ‘সাধক রামপ্রসাদ’-এ অভিনয় করবেন তিনি। খবরে শিলমোহর দিতে টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিলে সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিসপাল সিং রানের সঙ্গে। তিনি বলেন, “হ্যাঁ, নতুন সিরিয়াল নিয়ে ওর সঙ্গে কথাবার্তা হয়েছে। ও আমাদের সঙ্গে কাজ করার জন্য রাজি হয়েছে। তবে এখনও অনেক অফিসিয়াল কাজ বাকি। তার আগে নির্দিষ্ট করে কিছু বলা যাবে না”। অন্যদিকে সিরিয়াল নিয়ে কোনও সদুত্তর না দিলেও সব্যসাচী জানিয়েছেন, তিনি ঠিক আছেন।

গত ২০ নভেম্বর দীর্ঘ ১৯ দিন যুদ্ধের পর প্রয়াত হন ঐন্দ্রিলা শর্মা। ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। হয়েছিল হৃদরোগও। দু’বার ক্যানসারে জয়ী হলেও তৃতীয়বার আর ফেরা হয়নি অভিনেত্রীর। ঐন্দ্রিলা ও সব্যসাচী মাস দুয়েক আগেও ‘ভাগাড়’ নামক এক ওয়েব সিরিজে কাজ করেছিলেন এক সঙ্গে। তার আগে সব্যসাচীকে দেখা গিয়েছিল সাধক বামাক্ষ্যাপার চরিত্রে। সে চরিত্র জনপ্রিয়ও হয়েছিল। ‘কবিরঞ্জন’ রামপ্রসাদ সেনের এই চরিত্রতেও তিনি ছাপ রেখে যাবেন বলে বিশ্বাস সব্যসাচীর ভক্তদের।

প্রসঙ্গত, ঐন্দ্রিলার মৃত্যুর পর থেকে সব্যসাচীকে নিয়েও রটেছে একের পর এক ভুয়ো খবর। এমনকি তাঁর মৃত্যুর রটনাও রটতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন সব্যসাচী ও ঐন্দ্রিলার বন্ধু অভিনেতা সৌরভ দাস। সৌরভ জানিয়েছিলেন, এমন যদি চলতে থাকে তবে আইনি পদক্ষেপ করা হবে। তবে আপাতত তাঁর নতুন কাজের খবরে খুশি ভক্তরা। শেষ মুহূর্তে যেন কিছু বানচাল না হয়, আপাতত এটাই প্রার্থনা তাঁদের।