কঠিন পরিশ্রমের ফল পাচ্ছেন স্বস্তিকা, ৩৫০ পর্ব পেরিয়েও সমান জনপ্রিয় ‘কী করে বলব তোমায়’
‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের ক্রুশল আহুজা এবং স্বস্তিকা দত্ত (Swastika Dutta) দর্শকের দরবারে জনপ্রিয়। তাঁদের কাজ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। এতটা পথ পেরিয়ে আসার অর্থ স্বস্তিকার কাছে দায়িত্ব বেড়ে যাওয়া।
সেটে সাজানো কেক। উপরে লেখা ‘কেকেবিটি এপিসোড ৩৫০’। অর্থাৎ জনপ্রিয় ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’ ৩৫০ এপিসোড পূর্ণ করল। তার সেলিব্রেশনেই কেক কেটে আনন্দ করলেন কলাকুশলীরা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী স্বস্তিকা দত্ত। গত ১ ফেব্রুয়ারি ২৫০ পর্ব পেরিয়েও সেলিব্রেশনে মেতেছিলেন শিল্পীরা।
‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের ক্রুশল আহুজা এবং স্বস্তিকা দত্ত (Swastika Dutta) দর্শকের দরবারে জনপ্রিয়। তাঁদের কাজ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। এতটা পথ পেরিয়ে আসার অর্থ স্বস্তিকার কাছে দায়িত্ব বেড়ে যাওয়া।
View this post on Instagram
লকডাউনের মধ্যেও ‘কী করে বলব তোমায়’-এর শিল্পীরা কাজ বন্ধ করেননি। শুট ফ্রম হোম চালিয়ে গিয়েছেন তাঁরা। স্বস্তিকা সে সময় TV9 বাংলাকে জানিয়েছিলেন, বাড়িতে ক্যামেরা সেট করে, মেকআপ করে, কস্টিউম নিজের দায়িত্বে ব্যবস্থা করে শুটিং করা খুব সহজ কাজ নয়। বরং স্বাভাবিক সময়ের থেকে অনেক বেশি সময় ধরে লকডাউনে কাজ করেছেন তিনি। শুধুমাত্র দর্শকের কাছে প্রতিদিন নতুন পর্ব পৌঁছে দেওয়ার জন্যই তাঁর এই প্রয়াস। সেই পরিশ্রমের ফল পাচ্ছেন অভিনেত্রী। ৩৫০ পর্ব পেরিয়েও ধারাবাহিককে ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন দর্শক।
এক বছরের বেশি সময় ধরে সফল ভাবে কোনও ধারাবাহিক চালানো খুব একটা সহজ কথা নয়। এর পিছনে বহু মানুষের পরিশ্রম জড়িয়ে থাকে। তাই এই মুহূর্তটা এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত সকলের কাছেই খুব স্পেশ্যাল। এতগুলো দিন ধরে একসঙ্গে কাজ করতে করতে কার্যত একটা পরিবারের চেহারা নিয়েছে এই ধারাবাহিক। তাই এই খুশির মুহূ্র্তটা স্বস্তিকার কাছে ইমোশনও বটে। প্রতিদিন ধারাবাহিকে দর্শকের জন্য নতুন গল্প থাকবে, নতুন চমক থাকবে, এটুকু নিশ্চিত করেছেন অভিনেত্রী।
আরও পড়ুন, ছেলের আত্মহত্যা, দেউলিয়া হয়ে যাওয়া কবীর কীভাবে সামলেছিলেন?