Charu Asopa: পেটে জমেছে চর্বি, কাজ হারানোর ভয়ে জল না-খেয়েই শুটিং এই টেলিভিশন নায়িকার

Bollywood: ইন্ডাস্ট্রি মানেই গ্ল্যামারের খেলা। টিকে থাকার লড়াইয়ে নাম লেখালে নিজেকে ধরে রাখতেই হয়। তবে চারুর এই ওজন কমানোর লড়াইয়ের অনুপ্রেরণা ছিল ইন্ডাস্ট্রির নতুন মুখেরা।

Charu Asopa:  পেটে জমেছে চর্বি, কাজ হারানোর ভয়ে জল না-খেয়েই শুটিং এই টেলিভিশন নায়িকার
চারু আসোপা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 04, 2023 | 5:45 PM

২০২১ সালে ধুমধাম করে বলিউড ডিভা সুস্মিতা সেনের ভাই রাজীব সেনের গলায় মালা দেন অভিনেত্রী চারু আসোপা। তবে সেই বিয়ে বেশি দিন টেকেনি। ২০২১-এ কন্যা জিয়ানাকে জন্ম দিয়েই ছাদ আলাদা হয় তাঁদের। একাই মেয়েকে মানুষ করছেন চারু। তবে অভিনেত্রী চারুকে মা হওয়ার কারণে কম কসরত করতে হয়নি। সন্তান জন্ম দেওয়ার পর তাঁর শারীরিক গঠনের জন্য বহু কাজ হারিয়েছেন তিনি। এবার এসব বিষয়ে মুখ খুললেন তিনি।

মা হবার পর পর্দায় কামব্যাক করার ঘটনা বলিউডে নতুন নয়। আর পাঁচজন অভিনেত্রীর মতো চারুও ক্যামেরার সামনে ফিরতে চেয়েছিলেন। তবে বহু জায়গা থেকেই জোটে প্রত্যাখ্যান। অভিনেত্রীর কথায়, “রাজীবের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর আমায় তাড়াতাড়ি কাজে ফিরতে হত। অনেক জায়গায় অডিশন দিতে গিয়ে শুনেছিলাম আমার ওজন বেশি। আমার মুখে ও পেটে বাড়তি মেদ রয়েছে। আমায় সেখানে রোজ শরীরচর্চা করার পরামর্শ দেওয়া হয়। তখন আমার কাজের এতটাই দরকার ছিল যে আমি তাঁজের কথা মেনে চলতে শুরু করি। ” এখানেই শেষ নয়, চারুর কথায়, “আমি রোগা হওয়ার জন্য় না খেয়ে শুটিং করতাম। এমনকি জল পর্যন্ত খেতাম না। অনেকসময় পরিস্থিতির জন্য আমরা যা চাই না তাও আমাদের করতে হয়।”

ইন্ডাস্ট্রি মানেই গ্ল্যামারের খেলা। টিকে থাকার লড়াইয়ে নাম লেখালে নিজেকে ধরে রাখতেই হয়। তবে চারুর এই ওজন কমানোর লড়াইয়ের অনুপ্রেরণা ছিল ইন্ডাস্ট্রির নতুন মুখেরা। তাঁদের রোগা ছিপছিপে শরীর দেখে জোরকদমে শরীরচর্চা করার রসদ পেতেন তিনি। কয়েক মাসেই ১০ কেজি ওজন ঝরিয়ে ফেলেন তিনি। তবে না খেয়ে শুটিং করার কারণে মাঝে মধ্যেই নানা শারীরিক সমস্যার শিকার হতে হয়েছিল তাঁকে। তবে সেসবের তোয়াক্কা না করেই একা হাতে কেরিয়ার ও মেয়েকে সামলাচ্ছেন চারু।