Rahul Dev Bose: ‘নবাব নন্দিনী’র সাইকো অর্ণব চরিত্রটা করতে শাহরুখ খানের থেকে অনুপ্রেরণা পেয়েছি: রাহুল দেব বসু

Shahrukh Khan: বড়পর্দার চরিত্র রাহুল এবং বাস্তবের অভিনেতা রাহুল... নামেও কাকতালীয় মিল! এ ব্যাপারে TV9 বাংলাকে কী বললেন অভিনেতা রাহুল দেব বসু?

Rahul Dev Bose: 'নবাব নন্দিনী'র সাইকো অর্ণব চরিত্রটা করতে শাহরুখ খানের থেকে অনুপ্রেরণা পেয়েছি: রাহুল দেব বসু
রাহুল দেব বসু...
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2022 | 4:15 PM

সুন্দরী কলেজ পড়ুয়া কিরণকে (জুহি চাওলা) দেখে প্রেমে পড়েছিল রাহুল মেহরা (শাহরুখ খান)। মস্তিষ্কের স্থিতি হারিয়েছিল সে। এদিকে সুনীল মালহোত্রার (সানি দেওল) সঙ্গে বিয়ে ঠিক হয় কিরণের। কিরণও সুনীলকেই পছন্দ করে, রাহুলকে নয়। কিরণকে নিজের করে পেতে একপ্রকার ‘সাইকো’ হয়ে ওঠে রাহুল। তারপর পাগলামিও শুরু করে। এতটাই বাড়ে তার উন্মাদনা যে, প্রেম পরিণত হয় ‘ডর’-এ। অর্থাৎ, ভয়ে। কিরণ ভয় পেতে শুরু করে রাহুলকে।  ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডর’ ছবির গল্প এটি। এক রাহুলের পাগল করা প্রেম ছিল গল্পের কেন্দ্রে। আর এক রাহুল, অর্থাৎ ছোট পর্দার অভিনেতা রাহুল দেব বসু অনেকটা সেই রকমই একটি চরিত্র পর্দায় ফুটিয়ে তুলছেন সম্প্রতি। বড়পর্দার চরিত্র রাহুল এবং বাস্তবের অভিনেতা রাহুল… নামেও কাকতালীয় মিল! এ ব্যাপারে TV9 বাংলাকে কী বললেন অভিনেতা রাহুল দেব বসু?

সম্প্রতি ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকে বেশ ইন্টারেস্টিং একটি চরিত্রে অভিনয় করছেন রাহুল দেব বসু। তিনি বাংলা সিরিয়ালের পরিচিত মুখ। সিরিয়ালে সেই অর্থে কোনওদিনই পজ়িটিভ চরিত্রে অভিনয় করেননি। রাহুলই সেই অভিনেতা, যিনি গল্পের নায়ক হয়েও ‘দুষ্টুলোক’ সেজেছেন, ‘বাজল তোমার আলুর বেনু’ থেকে শুরু করে ‘কাদম্বিনী’, সবেতেই সেই ছাপ সুস্পষ্ট। এ হেন রাহুল কিছুদিন বিরতি নিয়ে মুম্বইয়ে গিয়েছিলেন। টিনসেল টাউনে ভাল একটি কাজের সন্ধানে আছেন তিনি। তারই ফাঁকে এসেছে এই সিরিয়ালের অফারটি। আগামী ২ মাস তাঁকে সেই চরিত্রেই দেখবে দর্শক।

চরিত্রটি ‘সাইকো’। নাম অর্ণব। নায়িকা নন্দিনীর সঙ্গে বিয়ে ঠিক হয় তার। কিন্তু সেই বিয়ে হয়নি শেষমেশ। নন্দিনী বিয়ে করে নবাবকে, অর্থাৎ গল্পের নায়ককে। নন্দিনীকে না পেয়ে সে স্বাভাবিক স্থিতি হারিয়েছে।

সব জায়গায় নন্দিনীর পিছু নেয় অর্ণব। ঠিক যেভাবে কিরণের পিছু নিয়েছিল রাহুল। এই চরিত্রটার জন্য ‘ডর’-এর শাহরুখ খানকে অনুসরণ করছেন রাহুল। TV9 বাংলাকে বলেছেন, “চরিত্রটা একটা সাইকো। আমি এই ধরনের চরিত্রে অভিনয় করে খুব মজা পাই। এর জন্য ‘ডর’ ছবিতে শাহরুখ খানকে অনুসরণ করেছি। সেটা থেকে অনুপ্রেরণা পেয়েছি অনেক। আমি শাহরুখ খানের ভয়ানক ভক্ত। কিন্তু অভিনয়ের দিক থেকে কোনওদিনও শাহরুখকে অনুসরণ করিনি। এটাই প্রথমবার করলাম।”