Joyjit-Yashojit: তুমি আমার আছে সেই ছোট্টটিই আছ: জয়জিৎ বন্দ্যোপাধ্যায়
কার সম্পর্কে এই মন্তব্য করেছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।

কিছুদিন আগেও ‘অ্যাডভেঞ্চার্স অফ জোজো’তে অভিনয় করেছিল অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র যশজিৎ। রাজ চক্রবর্তীর পরিচালনায় তৈরি হয়েছিল সেই ছবি। সেই যশজিৎ এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। জয়জিতের বন্ধু হয়ে উঠেছে সে। সম্প্রতি ছেলেকে নিয়ে দারুণ একটি পোস্ট করেছেন জয়জিৎ। কী আছে সেই পোস্টে?
সম্প্রতি কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন জয়জিৎ ও তাঁর পরিবার। জয়জিতের পুত্র যশজিৎও গিয়েছিল সেই ট্রিপে। সকলের সঙ্গে দারুণ মজা করেছে সেও। ছেলের বেশ কিছু ছবি নিজের টাইমলাইনে পোস্ট করেছেন যশজিৎ। টিনএজে রয়েছে যশজিৎ। ধীরে ধীরে বড় হচ্ছে সে। কিন্তু জয়জিৎ মনে করেন, ছেলে তাঁর ছোটই আছে। তাই ক্যাপশনে লিখেওছেন, “হাবভাব যতই করো তুমি, আমার কাছে সেই ছোট্ট আছো।”
কেবল সন্তান নয়, ইন্ডাস্ট্রির অনেকের সম্পর্কেই পোস্ট করেন জয়জিৎ। কিছুদিন আগে পোস্ট করেছিলেন অভিনেত্রী অন্বেষা হাজরা সম্পর্কেও। একসময় ‘চুনিপান্না’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন অন্বেষা। সম্প্রতি অভিনয় করছেন ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকেও। তাঁর অভিনয় বেশ পছন্দ করেন জয়জিৎ। লিখেছিলেন, “‘এই পথ যদি না শেষ হয়’-এর নায়িকাকে অসাধারণ লাগল। ইদানিংকালে এত ভাল অভিনেত্রী খুব কম দেখেছি।” সেই সঙ্গে অভিনেত্রী শ্রুতি দাসকে এটি কাজের দায়িত্ব দিয়েছেন জয়জিৎ। শ্রুতির সঙ্গে বেশ ভালই ভাব জমে উঠেছে অন্বেষার। তা তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলেই বোঝা যায়। জয়জিৎ শ্রুতিকে বলেছিলেন, তাঁর করা প্রশংসার কথা যেন অন্বেষাকে জানিয়ে দেন শ্রুতি।
আরও পড়ুন: Satyajit-Sandip-Jeetu: সত্যজিৎ রায়ের চরিত্রে জিতু কমল, লুক দেখে মানিক পুত্র সন্দীপ রায়ের প্রতিক্রিয়া





