Controversial Show: এই রিয়্যালিটি শোয়ে গেলেই জানা যেত গতজন্মে আপনি কী ছিলেন
Controversy: এই ধরনের শো-এর চাহিদা বরাবরই হিন্দি টেলি দুনিয়ায় তুঙ্গে। এই শো যেমন বিতর্ক সৃষ্টি করেছিল, তেমনই আবার মানুষের মধ্যে উত্তেজনা সঞ্চার করেছিল। কেউ কেউ যেমন এই শোকে ভাঁওতার তকমা দিয়েছিলেন, কেউ আবার স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন শোতে যাওয়ার ইচ্ছের কথা।
টেলিভিশন জগতে এমন অনেক শো হয়ে থাকে, যা রীতিমতো চর্চার কেন্দ্রে জায়গা করে নেয়। তেমনই এক শোয়ের নাম ছিল ‘রাজ পিছলে যে নাম কা’। হিন্দি এই রিয়ালিটি শোকে ঘিরে প্রথম থেকেই দর্শক মনে উত্তেজনা পারদ হচ্ছিল তুঙ্গে। কে পূর্বজন্মে কী ছিলেন কীভাবে জন্ম কীভাবে মৃত্যু এমন অনেক প্রশ্নের উত্তর বেরিয়ে আসত এই রিয়ালিটি শো-এর মঞ্চ থেকে। এই শোয়ের সঞ্চালক ছিলেন রবি কিষান। তিনি পেশায় ছিলেন একজন মনোবিদ। যাঁর মূল কাজই ছিল যিনি সামনে বসে রয়েছেন তাঁকে হিপনোটাইস করে তাঁর অতীতে ফিরে যাওয়া, না, এটা কোনও সাম্প্রতিক অতীত নয়, পুর্বজন্ম। একটা নির্দিষ্ট সময়ের পর সিটে বসে থাকা প্রতিযোগী অনর্গল বলতে থাকতেন পূর্ব জন্মের কথা।
এই ধরনের শো-এর চাহিদা বরাবরই হিন্দি টেলি দুনিয়ায় তুঙ্গে। এই শো যেমন বিতর্ক সৃষ্টি করেছিল, তেমনই আবার মানুষের মধ্যে উত্তেজনা সঞ্চার করেছিল। কেউ কেউ যেমন এই শোকে ভাঁওতার তকমা দিয়েছিলেন, কেউ আবার স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন শোতে যাওয়ার ইচ্ছের কথা। অনেকেই চাইতেন এই রিয়ালিটি শোয়ে অংশগ্রহণ করে নিজের অতীতের কথা জানতে। যেমন এই শোয়ে উপস্থিত হয়েছিলেন সেলিনা জেটলি। হিপনোটাইস করার পর জানা গিয়েছিল তিনি নাকি পূর্ব জন্মে ছিলেন জার্মানির সেনা।
একইভাবে এই শোয়ে অংশ নিয়েছিলেন চাঙ্কি পাণ্ডে। তিনি আবার জানতে পারেন, একটি জাহাজের ক্যাপ্টেন ছিলেন পূর্বজন্মে। সকলেই পলকে ফিরে যেতেন অতীতে, হিপনোটাইজ করার পর সঞ্চালক একের পর এক প্রশ্ন করতে থাকতেন, যার উত্তর তাঁরা অনর্গল দিয়ে যেতেন। হট সিটে বসে থাকতেন কখনও সেলিব্রেটি কখনও আবার সাধারণ কোনও এক ব্যক্তি। যদিও এইসব খুব বেশি দিন পর্দায় জায়গা করে নিতে পারেনি। তবে জনপ্রিয় হয়েছিল ব্যাপক মাত্রায়।