মুক্তি পাচ্ছে পরিণীতি চোপড়া অভিনীত ‘মার্ডার মিস্ট্রি’ ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। রিলিজের ঠিক আগে তাঁর ট্রেনযাত্রার পরিণতি নিয়ে ভক্তদের কাছে ইমোজিতে হাত জোড় করে অনুরোধ পরিণীতির।যদি অনুরাগীরা কথা না শোনেন তবে এক মুহূর্তেই তাঁর যাবতীয় পরিশ্রম নষ্ট হয়ে যাবে বলেও জানান অভিনেত্রী। ঠিক কী হয়েছে?
শুক্রবার অর্থাৎ আজ নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে লকডাউনের পর পরিণীতির প্রথম ছবি। পওলা হকিংসের বই ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’কে অবলম্বন করে বানানো হয়েছে ছবিটি। ছবিটির পরতে পরতে রহস্য। পরিণীতিকেও নাকি এই ছবিতে করতে হয়েছে বেশ কিছু অ্যাকশন সিকুয়েন্স। যেহেতু রহস্য গল্প, তাই ছবির শেষে লুকিয়ে থাকা ‘স্পয়লার’ ফাঁস করা দেওয়া মানেই অর্ধেক গল্প ওখানেই বলে দেওয়া। আর সে কারণেই ভক্তদের উদ্দেশ্যে অভিনেত্রী ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “একটা গুরুতর অনুরোধ। সব সিনেপেমীদের বলছি, আপনারা জানেন আমাদের ছবি আসছে, প্রথমেই সবাইকে অনেক ধন্যবাদ এখনও পর্যন্ত ছবি নিয়ে এতটা উৎসাহ দেখানোর জন্য। কিন্তু যেহেতু সবাই জানেন, এই ছবি আদপে মার্ডার মিস্ট্রি, এবং এটাও ঠিক যে এই ছবির স্পয়লার দেওয়া খুবই লোভনীয়…কিন্তু ভাবুন তো এই সব ছবি বানাতে কত সময় লাগে, কিন্তু একটা স্পয়লার দিতে এক সেকেন্ডও না… যা শুধুমাত্র আমাদের পরিশ্রম বিফলে করে দেয় এমনটা নয় আপনাদের সিনেমা দেখার অভিজ্ঞতাও চিরতরে ধ্বংস করে দেয়।”
তিনি আরও লেখেন, “তাই এই শুক্রবার ছবিটি দেখুন। কিন্তু দয়া করে স্পয়লার দেবেন না। আমাদের বোঝার জন্য ধন্যবাদ। অনেক অনেক ভালবাসা…”। পরিণীতির আর্জিতে সাড়া দিয়েছেন ভক্তদের বেশিরভাগ। প্রিয় অভিনেত্রীর কাছে স্পয়লার না দেওয়ার অঙ্গীকার করেছেন তাঁরা।
এর আগে হলিউডেও হকিন্সের ওই বইকে কেন্দ্র করে ছবি হয়েছে। যাতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতা এমিলি ব্লান্টকে। ছবিতে পরিণীতি ছাড়াও দেখা যাবে অদিতি রাও হায়দারি, কীর্তি কুলহারি এবং অবিনাশ তিওয়ারিকে। পরিচালনায় রয়েছেন বাঙালি পরিচালক ঋভু দাশগুপ্ত।