‘বাড়াবাড়ি করে ফেলেছ,’ দীপিকার সঙ্গে ‘ঘনিষ্ঠ’ হতে দেখেই রাগ প্রকাশ অভিনেতার বাবার

Sneha Sengupta |

Jul 31, 2024 | 3:05 PM

Siddharth Chaturvedi: ছবিতে দীপিকার স্বল্প বসন ও সাহসী দৃশ্যের অভিনয় দেখে তাঁকে ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন স্বামী অভিনেতা রণবীর সিং। সিদ্ধান্তের বাড়িতে কিন্তু ছিল অন্য চিত্র। তাঁকে কেউই বাহবা জানাননি।

বাড়াবাড়ি করে ফেলেছ, দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখেই রাগ প্রকাশ অভিনেতার বাবার
দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদী।

Follow Us

২০২২ সালে মুক্তি পেয়েছিল ছবিটা–‘গেহরাইয়াঁ’। শকুন বাত্রার পরিচালনায় তৈরি ছবিটায় অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন, অনন্যা পান্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী, ধৈর্য কারওয়া। ছবিতে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য ছিল দীপিকা-সিদ্ধান্তের। সেই সমস্ত দৃশ্যের শুটিংয়ের জন্য ইন্টিমেটি কো-অর্ডিনেটর আনা হয়েছিল। দীপিকার স্বল্প বসন ও সাহসী দৃশ্যের অভিনয় দেখে তাঁকে ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন স্বামী অভিনেতা রণবীর সিং। সিদ্ধান্তের বাড়িতে কিন্তু ছিল অন্য চিত্র। তাঁকে কেউই বাহবা জানাননি।

‘গেহরাইয়াঁ’ ছবিতে কাজ করার আগে ‘গল্লি বয়’-এর মতো ছবিতে অভিনয় করেছেন সিদ্ধান্ত। সেই ছবির নায়ক ছিলেন দীপিকার স্বামী রণবীর সিং। ‘গেহরাইয়াঁ’-এ তাঁর স্ত্রীর সঙ্গেই জমিয়ে রোম্যান্স করেন সিদ্ধান্ত। ছবিটি দেখে সিদ্ধান্তের বাবা মোটেও খুশি ছিলেন না। তাঁর এক্কেবারে ভাল লাগেনি, ছেলে ছবিতে নায়িকার সঙ্গে ঘনঘন ঘনিষ্ঠ হচ্ছেন। ছেলেকে তিনি বলেছিলেন, “বড্ড বেশি অন্তরঙ্গতা দেখিয়ে ফেলেছ তুমি।”

কেবল সিদ্ধান্তের বাবা নন, তাঁর কাকাও অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। এক সাক্ষাৎকারে সিদ্ধান্ত বলেছিলেন, “আমার কাকা খুবই শান্ত স্বভাবের মানুষ। খুব একটা কথা বলেন না তিনি। ছবির ইন্টিমেট সিনগুলো দেখে তিনি কেবলই লজ্জা-লজ্জা মুখ করে আমার দিকে তাকিয়ে হেসেছেন। চুপ করে ছিলেন।”

Next Article