লোকসভা নির্বাচনে হুগলি থেকে জিতেছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি পরাজিত করেছেন বিজেপি প্রার্থী অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়কে। জেতার পর এখনও পর্যন্ত কোনও মন্তব্য পোস্ট করেননি রচনা। কিন্তু তাঁর সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করে ফেলেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ক্যাপশনে রুক্মিণী লিখেছেন, “অপ্রতিরোধ্য দিদি নম্বর ওয়ান…”
কিছুক্ষণ আগেই জানা গিয়েছে, লোকসভা নির্বাচনে জিতেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল থেকে জিতেছেন রুক্মিণী মৈত্রর প্রেমিক অভিনেতা দেবও। দেবের জয়ের পরপরই ইনস্টাগ্রাম স্টোরিতে রুক্মিণী পোস্ট করেছিলেন এক ছবি। দেখা যাচ্ছিল, একটি বাঘ তাড়া করেছে এক হরিণকে। আসলে দেব হারিয়েছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে। সকলের মনে হচ্ছে, প্রতীকী হিসেবে প্রেমিকের জয়কে উদযাপন করেছেন রুক্মিণী। আর ‘দিদি নম্বর ওয়ান’-এ এসে রুক্মিণী ভিডিয়ো পোস্ট করেছেন রচনার জন্য। রচনার নির্বাচন জয়ের দিনেই রুক্মিণীর এই পোস্ট বিশেষ আকর্ষণ কেড়ে নিচ্ছে। সেই ভিডিয়োতে হাহা হিহি করে প্রাণ খোলা হাসি হেসেছেন রুক্মিণী-রচনা। বলেছেন, “এভাবে কেউ হাসে না।”
আসলে ‘দিদি নম্বর ওয়ান’-এ এসে রুক্মিণী প্রচার করেছেন তাঁর আসন্ন ছবির। ছবির নাম ‘বুমেরাং’। সেখানে এক রোবটের চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে। ট্রেলার ইতিমধ্যেই ভাইরাল। অস্বাভাবিকভাবে হাসতে দেখা যায় রুক্মিণীকে। সেই হাসি নকল করে হাসতে থাকেন রচনাও। আজ যে সত্যিই তাঁরও হাসার দিনও।