সৃজন-দীপ্সিতাদের হাল দেখে হতাশ অনীক, মনে করালেন সংসদে সৎ-শিক্ষিতদের প্রয়োজনের কথা

Sneha Sengupta |

Jun 04, 2024 | 1:02 PM

Anik Dutta on On-going Election Results: TV9 বাংলা ডিজিট্যালকে অনীক বলেছেন, "আমাদের সংসদে কিছু শিক্ষিত-সৎ ছেলের খুব দরকার। এক শিক্ষিত, দুই সৎ। আমার মনে হয় সেই ছেলেপিলে গুলো আমাদের লোকসভা নির্বাচনে লড়ছে। আজ যা দেখছি টিভির পর্দায়, তাতে আমার মুখ বন্ধ হচ্ছে...। কোনও প্রতিক্রিয়াই দিতে ইচ্ছা করছে না।"

সৃজন-দীপ্সিতাদের হাল দেখে হতাশ অনীক, মনে করালেন সংসদে সৎ-শিক্ষিতদের প্রয়োজনের কথা
সৃজন, অনীক, দীপ্সিতা, মীনাক্ষি।

Follow Us

গোটা দেশের নজর আজ টিভির পর্দায়। আজ (৪ জুন, ২০২৪) লোকসভা নির্বাচনের গণনা চলছে। সাধারণ মানুষের মতো তারকারাও তাকিয়ে আছেন টিভির পর্দার দিকে কিংবা মোবাইলের স্ক্রিনে। সকাল ৮টা থেকেই গণনা শুরু হয়েছে। তখন থেকেই টিভির সামনে থেকে নড়েননি পরিচালক অনীক দত্ত-ও। TV9 বাংলা ডিজিট্যালকে বলেছেন, “আমাদের সংসদে কিছু শিক্ষিত-সৎ ছেলের খুব দরকার। এক শিক্ষিত, দুই সৎ। আমার মনে হয় সেই ছেলেপিলে গুলো আমাদের লোকসভা নির্বাচনে লড়ছে। আজ যা দেখছি টিভির পর্দায়, তাতে আমার মুখ বন্ধ হচ্ছে…। কোনও প্রতিক্রিয়াই দিতে ইচ্ছা করছে না।”

অনীক চিরকালীন বাম সমর্থক। দীপ্সিতা ধর, মীনাক্ষি মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্যদের এগিয়ে রাখেন অন্যদের থেকে। TV9 বাংলা ডিজিট্যালের থেকে ফোন পেতেই অনীক বললেন, “আমি সকাল থেকেই খবরে নজর রেখেছি ভীষণভাবে। আমাদের সাংসদে শিক্ষিত বাম নেতাদের ভীষণ প্রয়োজন। সেটা আমি ভীষণভাবে ফিল করি। কেবল শিক্ষিত হলে তো হবে না। শিক্ষিতরা অসততা করলে সেটা ভয়ানক নয়। আমি চাই সাংসদে শিক্ষিত-সৎ বাঙালি সাংসদরা থাকুন। সৃজন, দীপ্সিতা, মীনাক্ষিরা খুবই যোগ্য। তাঁরা শিক্ষিত এবং সৎ।”

১ জুন, কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোট দিয়ে ফেরার পথে হেনস্থার অভিযোগ তুলেছিলেন অনীক দত্ত। কলকাতা দক্ষিণেরই ভোটার তিনি। ভোট দিতে গিয়ে দেখেন বুথের বাইরে একাধিক ক্যাম্প রয়েছে। কেন একাধিক ক্যাম্প, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরিচালক। অনীকের বক্তব্য ছিল, “ভোট দিয়ে যখন ফেরত আসছিলাম, তখন দেখলাম আশপাশ থেকে ৩০-৪০ জন খেলা হবে, খেলা হবে স্লোগান দিতে-দিতে আমার দিকে ধেয়ে আসছে।”

পরিচালকের অভিযোগ, তাঁকে নাকি গালিগালাজ করে বলা হয়েছিল জলে থেকে কুমিরের সঙ্গে না লড়তে। না হলে মেরে পুঁতে দেওয়া হবে। তিনি মদ্যপ অপস্থায় ভোট দিতে এসেছেন, এমন কথাও বলা হয়েছিল সেদিন।

Next Article