জাহ্নবীর ভয় দেখে তাঁকে কেন উড়ন্ত চুমু ছুড়লেন এই অভিনেতা?

Sneha Sengupta |

Jul 08, 2024 | 11:50 AM

Janhvi Kapoor: এক অভিনেতার সঙ্গে জীবনেও কাজ করতে চান না জাহ্নবী কাপুর। সেই অভিনেতাকে দেখলেই হাঁটু কাঁপতে থাকে শ্রীদেবীর বড় মেয়ের। কে সেই অভিনেতা? কী করেছেন তিনি? কেন তাঁর সঙ্গে আর কাজই করতে চান না জাহ্নবী?

জাহ্নবীর ভয় দেখে তাঁকে কেন উড়ন্ত চুমু ছুড়লেন এই অভিনেতা?
জাহ্নবী কাপুর।

Follow Us

তারকা সন্তান তিনি। প্রয়াত তারকা শ্রীদেবী এবং প্রযোজক (অভিনয়ও করেছেন) বনি কাপুরের কন্যা। বলি অন্দরে সকলে তাঁকে চেনেন কর্মঠ শিল্পী হিসেবে। যে কাজই করেন না কেন, তাতে থাকে জাহ্নবীর ২০০ শতাংশ নিষ্ঠা। সে ‘গুঞ্জন সাক্সেনা’ হোক কিংবা ‘গুড লাক জেরি’। সেই জাহ্নবী কাপুর ভয় পান এক অভিনেতাকে। এতটাই ভয় পান যে, তাঁর সঙ্গে আর অভিনয়ই করতে চান না তিনি। কে সেই অভিনেতা? কী তাঁর ‘অপরাধ’?

সেই অভিনেতার অপরাধ একটাই–তিনি দারুণ পারফর্মার। এতটাই দারুণ যে, তাঁকে দরান শ্রীদেবীর প্রতিভাময়ী কন্যাও। মনে-মনে তাঁকে সমীহ করে চলেন। এক অ্যাওয়ার্ড শোতে এসে জাহ্নবী জানিয়েছিলেন, তিনি আর সেই অভিনেতার সঙ্গে কাজই করতে চান না। বলুন তো তিনি কে?

‘রুহি’ ছবিতে সেই অভিনেতার সঙ্গে অভিনয় করেছিলেন জাহ্নবী। তাঁর নাম রাজকুমার রাও। অ্যাওয়ার্ড শোতে জাহ্নবীকে জিজ্ঞেস করা হয়, “এমন কোন অভিনেতা আছেন, যাঁর সঙ্গে আর কাজ করতে চান না জাহ্নবী?” একটুও না ভেবে জাহ্নবী নাম করেছিলেন রাজকুমার রাওয়ের এবং বলেছিলেন, “এর কারণ, আমি যখনই রাজকুমারের সঙ্গে কাজ করি আমার মধ্যে বিরাট বড় কমপ্লেক্স কাজ করতে থাকে। মনে হয়, কত কিছু শেখা বাকি আছে আমার। আমি অবাক হয়ে তাঁর প্রতিভা দেখতে থাকি।” এই সবকটি কথাই রাজকুমারের উপস্থিতিতে বলেছিলেন জাহ্নবী। দর্শকাসনে বসে থেকে অভিনেত্রীর দিকে ফ্লাইং কিস ছুড়ে দেন রাজকুমারও।

Next Article