AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছেলে জুনায়েদের প্রথম ছবি দেখে সমালোচনা আমিরের, বললেন, ‘আমার অনেক কিছুই…’

Junaid Khan: ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করতে শুরু করেছে বলিউড তারকা আমির খানের পুত্র জুনায়েদ খানের প্রথম অভিনীত ছবি 'মহারাজ'। ছবিতে তারকা সন্তানের অভিনয় প্রশংসা কুড়িয়েছে নানা মহলে। কিন্তু পিতা আমির তা দেখে সমালোচনা করেছেন। জুনায়েদ বলেছেন, "আমার পরিবারেই সবচেয়ে বড় সমালোচকেরা রয়েছেন।"

ছেলে জুনায়েদের প্রথম ছবি দেখে সমালোচনা আমিরের, বললেন, 'আমার অনেক কিছুই...'
জুনায়েদ-আমির।
| Updated on: Jul 04, 2024 | 1:12 PM
Share

পিরিয়ড ফিল্ম ‘মহারাজ’-এ অভিনয় করেছেন জুনায়েদ খান। এটাই তাঁর কেরিয়ারের প্রথম অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি। নেটফ্রিক্সে স্ট্রিম করছে ‘মহারাজ’। ছবিতে জুনায়েদকে কাস্ট করা হয়েছে কারসানদাস মুলজির চরিত্রে। তিনি ছিলেন একজন সমাজ সংস্করক। ছবি মুক্তির পর সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন জুনায়েদ। কিন্তু তাঁর বাবা অভিনেতা-প্রযোজক আমির খান কী বলেছেন জুনায়েদকে?

India Today-কে দেওয়া এক সাক্ষাৎকারে জুনায়েদ বলেছেন, “আমার পরিবার সব বিষয়েই আমার পাশে থাকেন। সমালোচনা করার বেলাতেও এমনভাবে বিষয়টির বিশ্লেষণ করেন, মনে হয় তাঁরা আমাকে সাহাস জোগাচ্ছেন।” জুনায়েদের পরিবার যখন একসঙ্গে বসেন, তাঁদের ছবি নিয়ে কথা হয় না সে ভাবে। বলেছেন, “আমরা যখন একসঙ্গে হই, আমাদের কাজ এবং ছবি নিয়ে সেই ভাবে কথা হয় না। কিন্তু ইরা আমাকে সব বিষয়ে সমর্থন করে। নিজেকে তখন ভাগ্যবান বলে মনে হয়। কিন্তু বাবা…”

আমির খানকে বলিউড ইন্ডাস্ট্রিতে ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলা হয়। সবকিছু নিয়েই তিনি খুব খুঁতখুঁতে। ছেলের ছবি দেখেও তিনি সমালোচনা করেছেন। জুনায়েদ জানিয়েছেন, ‘মহারাজ’ দেখে নাকি আমির বলেছেন, “আমার অনেক কিছু মনে হচ্ছে। কিন্তু তোমার যা মন চায়, তাই করো।” জুনায়েদের মা রিনা দত্তও সেরকমই কথা জানিয়েছেন জুনায়েদকে। ফলে সমালোচনা করলেও, নবাগত অভিনেতার কাজকে তাঁরা সমর্থন করেন।

বাবার থেকে উচ্চতা অনেকটাই বেশি জুনায়েদের। এই নিয়ে কথাও হয়। এ বিষয়ে জুনায়েদ বলেছেন, “আমার এবং বাবার শারীরিক উচ্চতায় তারতম্য আছে ঠিকই। কিন্তু সেটা তো আমাদের হাতে নেই। কিন্তু শিল্পী হিসেবে, আমরা নিঃসন্দেহে পৃথক দুই ব্যক্তি। তিনি দারুণ অভিনেতা। দুটি ভিন্ন ছবিতেই তাঁর অভিনয়ের বৈপরীত্য লক্ষ্য করা যায়।”