‘সারাক্ষণই লাফাচ্ছ, ঝাপাচ্ছ, হাততালি দিচ্ছ’, জন্মদিনে অজয়ের কীর্তি ফাঁস কাজলের
Kajol: কাজল-অজয়ের দাম্পত্যের রসায়নের মধ্যে হাসি-মজা একটি অংশ। দারুণ বন্ধুত্ব শেয়ার করেন তাঁরা। সারাক্ষণই একে-অপরের সঙ্গে রসিকতা চলতে থাকে তাঁদের। অজয়ের জন্মদিনেও রসিকতা থেকে বিরত হলেন না কাজল। যা করলেন, তাতে হাসির রোল শুরু হল নেটপাড়ায়।
৫৫ বছরে পা দিয়েছেন অভিনেতা অজয় দেবগণ। সোশ্যাল মিডিয়ায় তাই আজ গোটা দিনটা ঘরেই ট্রেন্ড করছে ‘হ্যাপি বার্থ ডে অজয়’ (Happy Birthday Ajay) কথাটা। অজয়ের অজস্র অসংখ্য ভক্ত তাঁকে শুভেচ্ছাবার্তা জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। কিন্তু এ সবের মধ্যে স্ত্রী কাজলের উইশটাই সেরা। কেনই বা হবে না। এতগুলো বছর ধরে অজয়ের সঙ্গে সুখে সংসার করছেন কাজল। তাঁর মতো করে অভিনেতাকে যে কেউই চেনেন না!
কাজল-অজয়ের দাম্পত্যের রসায়নের মধ্যে হাসি-মজা একটি অংশ। দারুণ বন্ধুত্ব শেয়ার করেন তাঁরা। সারাক্ষণই একে-অপরের সঙ্গে রসিকতা চলতে থাকে তাঁদের। অজয়ের জন্মদিনেও রসিকতা থেকে বিরত হলেন না কাজল। যা করলেন, তাতে হাসির রোল শুরু হল নেটপাড়ায়।
স্বামীকে রসিকতা করে কাজল এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, “আমি জানি তুমি তোমার জন্মদিনের জন্য কতখানি আনন্দিত। কেক কাটবে বলে সারাক্ষণই লাফাচ্ছ, ঝাপাচ্ছ, হাততালি দিচ্ছ, গোল গোল করে ঘুরছ ঘরের মধ্যে। আজকের দিনটা আমি তোমাকে হ্যাপি বার্থ ডে উইশ করে শুরু করছি।” তারপর রঙ্গরসিকতার কথা আরও লিখে কাজলের সংযোজন, “অজয়কে এমনটা করতে দেখলে কেউ যদি ভিডিয়ো তৈরি করেন, আমাকে সঙ্গে-সঙ্গে পাঠিয়ে দিন।”
সকলেই জানেন, অজয় দেবগণ কতখানি গম্ভীর থাকেন। মজা করলেও তাঁর হাবভাবে কোনও ধরনের রসিকতার চিহ্ন খুঁজে পাওয়া যায় না।