সোহিনী-শোভনের বিয়ের পরই ঝড়, ‘নোংরামি বন্ধ হোক’, বললেন কাঞ্চন
Kanchan Mallick on Shovan Ganguly: গায়িকা ইমন চক্রবর্তী, নায়িকা স্বস্তিকা দত্তর সঙ্গে সম্পর্ক ছিল গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের। সেই সম্পর্কগুলো টেকেনি। তারপর অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে পাকাপাকি হয় সবকিছু। শোভনের পরপর প্রেমিকা বদলের সঙ্গে কাঞ্চনের তিনটে বিয়ের ঘটনাকে জুড়ে তুলনা টেনেছে নিন্দুকের দল। এবং শোভনের নাম দেওয়া হয়েছে 'দ্বিতীয় কাঞ্চন'। এবার ট্রোলারদের একহাত নিয়েছেন কাঞ্চন।
১৫ জুলাই বিয়ে করেছেন বাঙালি গায়ক শোভন গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী সোহিনী সরকার। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিয়ে করলেন তাঁরা। তাঁদের বিয়ের নানা ভিডিয়ো এবং ছবি ছড়িয়েছে নেটপাড়ায়। শুভেচ্ছার গঙ্গা-যমুনা বইছে। কিন্তু তার মধ্যেও নিন্দুকের মুখে নানা বুলি। শোভনকে ‘দ্বিতীয় কাঞ্চন’ নাম দিয়ে কটাক্ষ করছেন কেউ-কেউ। তা দেখে টিভি নাইন বাংলা ডিজিটালের কাছে মুখ খুলেছেন স্বয়ং কাঞ্চন মল্লিক। ট্রোলারদের এক হাত নিয়েছেন তিনি।
শোভনকে ‘দ্বিতীয় কাঞ্চন’ নাম দেওয়ার নেপথ্যে কারণ তাঁর একাধিক নায়িকা-গায়িকার সঙ্গে প্রেম। একসময় গায়িকা ইমন চক্রবর্তীর প্রেমিক ছিলেন শোভন। সেই সম্পর্ক ভাঙার পর নায়িকা স্বস্তিকা দত্তর সঙ্গে সম্পর্ক তৈরি হয় তাঁর। সেই সম্পর্কটাও ভাঙে। তারপর সোহিনীর সঙ্গে পাকাপাকি হয় সবকিছু। বিয়ে হয়েছে সদ্য। শোভনের পরপর প্রেমিকা বদলের সঙ্গে কাঞ্চনের তিনটে বিয়ের ঘটনাকে জুড়ে তুলনা টেনেছে নিন্দুকের দল। এবং শোভনের নাম দেওয়া হয়েছে ‘দ্বিতীয় কাঞ্চন’।
এ ব্যাপারে বেশ চটেছেন কাঞ্চন। তিনি খুবই বিরক্ত বোধ করেছেন। টিভি নাইন বাংলা ডিজিটালকে কাঞ্চন বলেছেন, “একটা ফুটফুটে বাচ্চা ছেলে শোভন। সদ্য বিয়ে করেছে। ওকে নিয়ে এই নোংরামি বন্ধ হোক অবিলম্বে। কারও একাধিক সম্পর্ক তৈরি হলেই তাঁকে ‘দ্বিতীয় কাঞ্চন’ নামকরণ করা হবে, এটা একটা বিশ্রী বিষয়। খুবই নোংরা। এটা একেবারেই ঠিক না। আর সব ব্যাপারে আমাকে টানেন কেন আপনারা?”
শোভনকে ঘিরে তৈরি হওয়া ট্রোলিং অবিলম্বে বন্ধ করতে বলেছেন কাঞ্চন। বলেছেন, “সোহিনী আমার অনেকদিনের সহকর্মী। শোভন একজন ভাল মানুষ। ওরা যাতে ভাল থাকে, দয়া করে সেই কামনা করুন সকলে। অতীতে কার ক’টা সম্পর্ক ছিল, কার ক’টা বিয়ে… তা নিয়ে কটাক্ষ করা বন্ধ হোক দয়া করে। সকলে ভাল থাকার চেষ্টা করুন প্লিজ়…।”