শর্মিলা ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বংশের রক্ত বহন করছেন তিনি। স্বয়ং সত্যজিৎ রায় তাঁকে কাস্ট করেছিলেন ‘অপুর সংসার’, ‘দেবী’র মতো ছবিতে। শর্মিলা পাড়ি দেন বলিউডে। হিন্দি ছবির দুনিয়ায় ঝড় তোলা, গালে টোল পড়া এই মিষ্টি অভিনেত্রী হৃদয় হরণ করেন পতৌদি পরিবারের নবাব মনসুর আলি খান পাতৌদির। সেই সময় মনসুর ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। তাঁদের প্রেম যখন জমে ক্ষীর, ঠিক তখনই এক সাহসী দৃশ্যে অভিনয় করেন শর্মিলা। ছক ভাঙেন অভিনেত্রী। বিকিনি পরে অভিনয় করেন ‘অ্যান ইভিনিং ইন প্যারিস’ ছবিতে।
অধিকাংশ সময়ই নানা রঙের শিফন শাড়ি এবং ঐতিহ্যবাহী নবাবি গয়নায় সাজেন শর্মিলা। চুলে পাক ধরেছে তাঁর। আজও তাঁর মুখে লেগে থাকে মিষ্টি হাসি। কাঁধে আঁচল ফেলে চলেন পতৌদিদের আয়েশা বেগম (মনসুর আলি খান পতৌদির সঙ্গে বিয়ে পর ধর্ম পরিবর্তন হয় শর্মিলার। নাম হয় আয়েশা বেগম)। মুগ্ধ দর্শকের কাছে শর্মিলার এই চেহারাটারই এখন সুস্পষ্ট অবস্থান। তবে অতীতে এই শর্মিলাই স্রোতের বিপরীতে সাঁতরে বিকিনি পরেছিলেন। বিতর্ক কিছু কম হয়নি তাঁকে নিয়ে। আলোচনা হয় নানা মহলে।
প্রেমিকা বিকিনি পরেছেন, তাঁকে নিয়ে নানা বিতর্ক তৈরি হচ্ছে, তা দেখে টাইগার (মনসুরকে ক্রিকেট দুনিয়া এই নামেও চেনেন) কী বলেন? তিনি কি মেনে নিয়েছিলেন বিষয়টা? বিতর্কের সময় মনসুর ছিলেন না দেশে। বিদেশ থেকে শর্মিলাকে টেলিগ্রাম করেছিলেনর তিনি। জানিয়েছিলেন, বিকিনি পরিহিতা শর্মিলাকে সুন্দর দেখতে লাগছে। এবং প্রেমিকা বিকিনি পরেছেন বলে, তাঁর কোনও আপত্তি নেই।
এই কথা শুনে খানিক স্বস্তি অনুভব করেছিলেন শর্মিলা। তাঁর ঠাকুর পরিবার থেকেও আসেনি কোনও তির্যক মন্তব্য। কিন্তু শর্মিলার হবু শাশুড়িমা? তিনি কি মেনে নিয়েছিলেন শর্মিলার সাহসী পদক্ষেপ? মনসুরের মায়ের প্রতিক্রিয়া কী হবে, এই আশঙ্কা কুড়ে-কুড়ে খেয়েছিল শর্মিলাকে। নিজের গাড়ির ড্রাইভারকে ডাক দিয়েছিলেন কিংবদন্তি। বলেছিলেন, শ্বশুরবাড়ির কাছাকাছি এলাকায় যত পোস্টার ফেলা হয় ছবির, সব যেন ছিঁড়ে ফেলা হয়। মালকিনের কথা মতোই কাজ করেছিলেন সেই চালক। হবু শাশুড়ি মায়ের নজর এড়াতে পেরেছিলেন শর্মিলা। সেই দীর্ঘনিশ্বাস আজও ফেলেন আয়েশা বেগম…