বিশ্বাসঘাতকতা করেছিলেন অক্ষয়, এভাবে প্রতিশোধ নিলেন টাইগার?

Mar 18, 2024 | 4:34 PM

Tiger Vs Akshay: কিছুদিন আগেই তাঁদের লাইভ স্টান্ট করতে দেখা গিয়েছিল। দু'জনেই অ্যাকশন দুনিয়ায় বিখ্যাত। টাইগার ও অক্ষয়ের জুটি তাই দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। আর এরই মাঝে এক অন্য স্বাদের প্রচারে নজর কাটছেন জুটি।

বিশ্বাসঘাতকতা করেছিলেন অক্ষয়, এভাবে প্রতিশোধ নিলেন টাইগার?

Follow Us

টাইগার শ্রফ ও অক্ষয় কুমার, এখন বলিউডের বাড়ি মিয়া ছোট মিয়া। একের পর এক খবর সামনে উঠে আছে দেখা যাচ্ছে এই ছবিকে কেন্দ্র করে। গত এক বছর ধরেই এই ছবি নিয়ে বিভিন্ন মহলের চর্চা তুঙ্গে। শুটিং শেষ, এখন চলছে শেষ পর্যায়ের কাজ। আর তারই মাঝে এক অন্য স্বাদের প্রচারে গা ভাসিয়েছেন অভিনেতা দুই। কিছুদিন আগেই তাঁদের লাইভ স্টান্ট করতে দেখা গিয়েছিল। দু’জনেই অ্যাকশন দুনিয়ায় বিখ্যাত। টাইগার ও অক্ষয়ের জুটি তাই দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। আর এরই মাঝে এক অন্য স্বাদের প্রচারে নজর কাটছেন জুটি।

পরপর দুই রিল বেশ চর্চায় জায়গা করে নিয়েছে। কী রয়েছে সেই রিলে? প্রথমটাই দেখা যায সামনের দিকে তাকিয়ে একজন হাই জাম্প করবেন, পেছনে দাঁড়িয়ে থাকা অপরজন তাঁকে লুফে নেবে। শর্ত মেনে অক্ষয় কুমার টাইগার শ্রফ। কিন্তু বিশ্বাস করে যখন টাইগার লাফান তিনি জানতেই পারেননি পেছনে ছিলেন না অক্ষয় কুমার। মজা নেই রিলে যখন গা ভাসিয়েছিলেন সকলে তখনই পাল্টা প্রতিশোধের রিল সামনে নিয়ে আসেন টাইগার শ্রফ।

সেখানে দেখা যায় দুই অভিনেতা সাঁতার চ্যালেঞ্জে গা ভাসিয়েছেন। অক্ষয় কুমার যখন জলে ঝাঁপ দেন সেই সময় সুইমিংপুল দৌড়ে পার করে সামনে গিয়ে জল থেকে ওঠেন টাইগার। মাথা তুলে অক্ষয় কুমার সামনে টাইগারকে দেখে রীতিমতো অবাক। এইভাবে বুদ্ধির ফাঁদে তাঁকে টাইগার ফেলবেন অনেকেই ভাবতে পারেননি। ফলে বাড়ে মিয়া ছোট মিয়া এই মজার মজার পোস্ট এখন নেট পাড়ায় বেশ জনপ্রিয়। মে মাসে মুক্তি পেতে চলেছে এই ছবি। চলতি বছরে বলিউডের অন্যতম ছবি হতে চলেছে এটি। হৃত্বিক রোশনের ফাইটারের পর এবার লক্ষ্যে এই ছবি।

Next Article