কোন সংসারে ঝামেলা হয় না? সেলেবরাও রক্ত-মাংসের মানুষ। তাঁদের সংসারেও ঘটেছে এমনই নানা ঘটনা। করিনা কাপুর ও সইফ আলি না খানকে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল প্রকাশ্যেই ঝামেলায় জড়াতে। সামনে ছিল পাপারাৎজি। তবু স্বামী-স্ত্রী ঝগড়া থামাননি।
1 / 5
'সর্বজিৎ'-এর প্রচারে অভিষেক ও ঐশ্বর্যার মধ্যেও প্রকাশ্যেই হয় মন কষাকষি। স্বামীকে ক্যামেরার সামনে ছবি তোলার জন্য অনুরোধ করলে রেগে যান অভিষেক। অনিচ্ছাসত্ত্বেই কয়েকটা ছবি তুলে সেখান থেকে বেরিয়ে যান তিনি। মঞ্চে তখন ঐশ্বর্যা একা।