AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Secret: সংসারের ঝামেলা যখন রাস্তায়! ক্যামেরার সামনেই বিবাদে জড়িয়েছেন এই ৫ সেলেব দম্পতি

Bollywood Secret: কোন সংসারে ঝামেলা হয় না? সেলেবরাও রক্ত-মাংসের মানুষ। তাঁদের সংসারেও ঘটেছে এমনই নানা ঘটনা।

| Edited By: | Updated on: Sep 07, 2022 | 7:30 AM
Share
কোন সংসারে ঝামেলা হয় না? সেলেবরাও রক্ত-মাংসের মানুষ। তাঁদের সংসারেও ঘটেছে এমনই নানা ঘটনা। করিনা কাপুর ও সইফ আলি না খানকে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল প্রকাশ্যেই ঝামেলায় জড়াতে। সামনে ছিল পাপারাৎজি। তবু স্বামী-স্ত্রী ঝগড়া থামাননি।

কোন সংসারে ঝামেলা হয় না? সেলেবরাও রক্ত-মাংসের মানুষ। তাঁদের সংসারেও ঘটেছে এমনই নানা ঘটনা। করিনা কাপুর ও সইফ আলি না খানকে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল প্রকাশ্যেই ঝামেলায় জড়াতে। সামনে ছিল পাপারাৎজি। তবু স্বামী-স্ত্রী ঝগড়া থামাননি।

1 / 5
'সর্বজিৎ'-এর প্রচারে অভিষেক ও ঐশ্বর্যার মধ্যেও প্রকাশ্যেই হয় মন কষাকষি। স্বামীকে ক্যামেরার সামনে ছবি তোলার জন্য অনুরোধ করলে রেগে যান অভিষেক। অনিচ্ছাসত্ত্বেই কয়েকটা ছবি তুলে সেখান থেকে বেরিয়ে যান তিনি। মঞ্চে তখন ঐশ্বর্যা একা।

'সর্বজিৎ'-এর প্রচারে অভিষেক ও ঐশ্বর্যার মধ্যেও প্রকাশ্যেই হয় মন কষাকষি। স্বামীকে ক্যামেরার সামনে ছবি তোলার জন্য অনুরোধ করলে রেগে যান অভিষেক। অনিচ্ছাসত্ত্বেই কয়েকটা ছবি তুলে সেখান থেকে বেরিয়ে যান তিনি। মঞ্চে তখন ঐশ্বর্যা একা।

2 / 5
'সচিন-- অ্যা বিলিয়ন ড্রিমস'-এর প্রিমিয়ারে বিরাটের ওপর নাকি বেজায় চটে গিয়েছিলেন অনুষ্কা শর্মা, প্রত্যক্ষদর্শীদের অভিমত এমনটাই। অনুষ্কা পাপারাৎজিদের পোজ দিচ্ছিলেন। বিরাট সেখান থেকে চলে আসতে বলাতেই নাকি মাথা গরম হয়ে যায় অভিনেত্রীর।

'সচিন-- অ্যা বিলিয়ন ড্রিমস'-এর প্রিমিয়ারে বিরাটের ওপর নাকি বেজায় চটে গিয়েছিলেন অনুষ্কা শর্মা, প্রত্যক্ষদর্শীদের অভিমত এমনটাই। অনুষ্কা পাপারাৎজিদের পোজ দিচ্ছিলেন। বিরাট সেখান থেকে চলে আসতে বলাতেই নাকি মাথা গরম হয়ে যায় অভিনেত্রীর।

3 / 5
স্বামী শাহিদ জড়িয়ে ধরেছেন বানী কাপুরকে-- পছন্দ হয়নি মীরার। তাঁর অসন্তুষ্ট মুখের ভাব ধরা পড়েছিল ক্যামেরার লেন্সে। হাজার হোক, তিনি যে স্ত্রী!

স্বামী শাহিদ জড়িয়ে ধরেছেন বানী কাপুরকে-- পছন্দ হয়নি মীরার। তাঁর অসন্তুষ্ট মুখের ভাব ধরা পড়েছিল ক্যামেরার লেন্সে। হাজার হোক, তিনি যে স্ত্রী!

4 / 5
ঝামেলায় জড়াতে দেখা গিয়েছে বিপাশা-করণকেও। স্বামী সামনের সিটে, পিছনের সিটে একা বিপাশা-- এ ছবি নজর এড়ায়নি পাপারাৎজিরও।

ঝামেলায় জড়াতে দেখা গিয়েছে বিপাশা-করণকেও। স্বামী সামনের সিটে, পিছনের সিটে একা বিপাশা-- এ ছবি নজর এড়ায়নি পাপারাৎজিরও।

5 / 5